X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
এএফসি কাপ

জিতলেও হবে না বসুন্ধরা কিংসের!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২২, ২১:৪৩আপডেট : ২৩ মে ২০২২, ২১:৪৩

এএফসি কাপে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও পরের ম্যাচে বড় ধাক্কা খেয়েছে বসুন্ধরা কিংস। ভারতের অন্যতম সেরা দল এটিকে মোহনবাগানের কাছে ৪-০ গোলে উড়ে গেছে। এমন হারের পর চূড়ান্ত পর্বে ওঠার পথ কঠিন হয়ে পড়েছে অস্কার ব্রুজনের দলের। এখন আগামীকাল (মঙ্গলবার) গ্রুপের শেষ ম্যাচে ভারতের আরেক দল গোকুলাম কেরালার বিপক্ষে কেবল জিতলেই হবে না বসুন্ধরার, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা নিজেদের ম্যাচ জেতার স্বপ্ন দেখে প্রত্যাশা করছে অন্য ম্যাচে মাজিয়া যেন মোহনবাগানের কাছে পয়েন্ট না হারায়। তাহলেই অন্য তিন দলকে ছাড়িয়ে জোনাল আঞ্চলিক পর্বে নাম লেখাতে পারবে ব্রুজনের দল। তা না হলে নকআউট পর্বের আগেই বিদায়ঘণ্টা বাজবে রবিনিয়ো-সুফিলদের।

এএফসি কাপে ‘ডি’ গ্রুপে চার দলেরই পয়েন্ট সমান। দুই ম্যাচ শেষ করে বসুন্ধরা, মোহনবাগান, গোকুলাম কেরালা ও মাজিয়া ৩ পয়েন্ট করে পেয়েছে। বসুন্ধরার লক্ষ্য, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে গোকুলাম কেরালার বিপক্ষে জয়।

বসুন্ধরার স্প্যানিশ কোচ ব্রুজন ম্যাচের আগে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা জেতার জন্য মাঠে নামবো। সেই সঙ্গে প্রত্যাশা থাকবে মাজিয়া যেন এটিকে মোহনবাগানের কাছে না হারে। তাহলে আমরা চূড়ান্ত পর্বে যেতে পারবো।’

চার দলই যে চাপে আছে তা ব্রুজন অকপটে জানালেন, ‘সব দলের সামনে সমান ইস্যু। যেমন আমাদের জিতে অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। এই মুহূর্তে চারটি দলের ২৫ পারসেন্ট করে সুযোগ রয়েছে।’

সদ্য আই-লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা প্রথম ম্যাচে মোহনবাগানকে ৪-২ গোলে হারিয়েছিল। যদিও পরের ম্যাচে মাজিয়ার কাছে ১-০ গোলে হেরেছে।

গোকুলাম কেরালাকে নিয়ে সতর্ক মন্তব্য ব্রুজনের, ‘গোকুলাম সুসংগঠিত দল। রক্ষণ সামলানোর পাশাপাশি তারা প্রতিআক্রমণেও ভালো। আমাদের সতর্ক হয়ে খেলে জিততে হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা