X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দলে প্রথমবার সুযোগ পেলেন পাপন-সাজ্জাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ মে ২০২২, ১৯:০৬আপডেট : ২৬ মে ২০২২, ১৯:০৬

এশিয়ান কাপ ফুটবলের বাছাইকে সামনে রেখে দুপুরে নিজের লক্ষ্যের কথা শুনিয়েছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। অথচ তখনও পুরো দল চূড়ান্ত করতে পারেননি। চোট হানা দেওয়ায় শেষ পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যায় নির্ধারণ হয়েছে ২৩ সদস্যের স্কোয়াড। 

কাবরেরার চূড়ান্ত দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন উত্তর বারিধারার মিডফিল্ডার পাপন সিং, শেখ জামালের গোলকিপার মোহাম্মদ নাইম ও সাইফ স্পোর্টিং ক্লাবের সাজ্জাদ হোসেন।

এএফসি কাপ খেলে চোট পাওয়া বসুন্ধরা কিংসের চার ফুটবলার- ফরোয়ার্ড সুমন রেজা, মতিন মিয়া, মিডফিল্ডার মাশুক মিয়া জনি ও ডিফেন্ডার কাজী তারিক রায়হান ছিটকে গেছেন। তাদের পর্যবেক্ষণে রাখা হলেও কেউই খেলার পর্যায়ে নেই।

প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন চট্টগ্রাম আবাহনীর দুই মিডফিল্ডার সোহেল রানা-আবু সাইদ ও শেখ জামালের গোলকিপার মিতুল মারমা। এছাড়া চোটের কারণে আগেই ক্যাম্প থেকে বাদ পড়েছেন গোলকিপার শহিদুল আলম সোহেল, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও সাদ উদ্দিন। 

জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘চোটের কারণে চার ফুটবলার বাদ পড়েছেন। আমরা তাদের পর্যবেক্ষণে রাখলেও তারা খেলার পর্যায়ে নেই।’ 

এশিয়ান কাপের বাছাইয়ে অংশ নিতে শুক্রবার ভোরে ঢাকা ছাড়ছে বাংলাদেশ। বাছাইয়ে প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া, তুর্কমেনিস্তান ও বাহরাইন। ৮, ১১ ও ১৪ জুন তিনটি ম্যাচ খেলবে লাল-সবুজের দল। এর আগে ১ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলা হবে। 

বাংলাদেশ দল

গোলকিপার:
আনিসুর রহমান জিকো (বসুন্ধরা কিংস) আশরাফুল রানা (শেখ রাসেল) ও মোহাম্মদ নাঈম (শেখ জামাল) 

ডিফেন্ডার:
টুটুল হোসেন বাদশা ( আবাহনী লিমিটেড) রিয়াদুল হাসান রাফি (সাইফ স্পোর্টিং), রহমত মিয়া (শেখ রাসেল), রায়হান হাসান (শেখ জামাল), ইসা ফয়সাল (পুলিশ), ইয়াসিন আরাফাত (বসুন্ধরা কিংস), বিশ্বনাথ ঘোষ (বসুন্ধরা কিংস), রিমন হোসেন (বসুন্ধরা কিংস)।

মিডফিল্ডার:  জামাল ভুঁইয়া (সাইফ স্পোর্টিং), মেরাজ হোসেন অপি (সাইফ স্পোর্টিং), পাপন সিং (উত্তর বারিধারা), সোহেল রানা (বসুন্ধরা কিংস), বিপলু আহমেদ (বসুন্ধরা কিংস), আতিকুর রহমান ফাহাদ (বসুন্ধরা কিংস), সাজ্জাদ হোসেন (সাইফ স্পোর্টিং ক্লাব)। 

ফরোয়ার্ড:
মোহাম্মদ ইব্রাহিম (বসুন্ধরা কিংস), রাকিব হোসাইন (আবাহনী লিমিটেড), জাফর ইকবাল (মোহামেডান), ফয়সাল আহমেদ ফাহিম (সাইফ স্পোর্টিং), মাহাবুবুর রহমান সুফিল (বসুন্ধরা কিংস)।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়