X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

লাল কার্ডের ম্যাচে দুই ব্রাজিলিয়ানের দাপট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২২, ১৮:১৮আপডেট : ২২ জুন ২০২২, ০১:০২

৩৮ দিন বন্ধ থাকার পর প্রিমিয়ার লিগ ফুটবল শুরু হয়েছে। শুরুর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস প্রত্যাশিত জয় পেয়েছে। দুই ব্রাজিলিয়ানের লক্ষ্যভেদে ১০ জনের রহমতগঞ্জকে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা। মিগেল ফিগেইরার পর রবিনিয়ো গোলের দেখা পান। 

আজ (মঙ্গলবার) মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শুরু থেকে বসুন্ধরা আধিপত্য দেখাতে থাকে। হাই লাইন ডিফেন্স খেলে একের পর এক আক্রমণ গড়েও গোল পাচ্ছিল না অস্কার ব্রুজনের দল। তবে ৩৩ মিনিটে দৃশ্য পাল্টে যায়।

গোলকিপার জিয়াউর রহমান পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বক্সের বাইরে থেকে বল ক্লিয়ার করার চেষ্টা করেন। এতেই সর্বনাশ। রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মার্চিং অর্ডারের নির্দেশ দেন। ১০ জনের রহমতগঞ্জ তখন ডিফেন্ডার ওয়ালি ফয়সালকে উঠিয়ে পোস্টের নিচে গোলকিপার তুষারকে নামায়।

কিন্তু তিন মিনিট পর মিগেল ফিগেইরার ফ্রি কিক থেকে গোল বাঁচাতে পারেননি তুষার। বলের দিকে ঝাঁপালেও নাগাল পাননি তিনি। বল আশ্রয় নেয় জালে।

৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। রবিনহো বক্সের ভেতরে বল পেয়ে ডিফেন্ডারদের ডজ দিয়ে গোলকিপারকে পরাস্ত করেন।

২ গোলে পিছিয়ে থেকে পুরনো ঢাকার দলটি ঘুরে দাঁড়ানোর সুযোগ নষ্ট করে। ৪৩ মিনিটে সতীর্থের ফ্রি কিক থেকে মার্কার আতিকুর রহমান ফাহাদকে ছাড়িয়ে সানডে চিজোবা লক্ষ্যে হেড নিলেও গোলকিপার আনিসুর রহমান জিকো বাঁ দিকে ঝাঁপিয়ে গোল হতে দেননি।

বিরতির পর বসুন্ধরা দেখেশুনে খেলতে থাকে। তেমন কোনও সুযোগ সৃষ্টি করতে পারেনি তারা। তবে ৭৬ মিনিটে দুর্ভাগ্য। মিগেলের ফ্রি কিক ক্রসবারে লেগে প্রতিহত হলে গোল পাওয়া হয়নি। রহমতগঞ্জও একাধিবার প্রতিপক্ষের সীমানায় গোল শোধের চেষ্টা চালিয়েছে। কিন্তু সফল হতে পারেনি।

দিনের অন্য ম্যাচে শেখ রাসেল ৩-১ গোলে হারিয়েছে শেখ জামালকে। হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ২৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। ৪২ মিনিটে ভ্যালিয়েনভ গোল শোধ দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে হেমন্তের অ্যাসিস্টে ব্রুসো লক্ষ্যভেদ করে শেখ রাসেলকে আবারও এগিয়ে নেন। এরপর ৮৭ মিনিটে মান্নাফ রাব্বি গোল করে দলের ৩ পয়েন্ট নিশ্চিত করেন।

বসুন্ধরা ১৬ ম্যাচে ১৩ জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে পঞ্চম হারে আগের ১০ পয়েন্ট নিয়ে দশ নম্বরে রহমতগঞ্জ। অন্যদিকে ১৬ ম্যাচে শেখ জামাল দ্বিতীয় হারে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। সমান ম্যাচে চতুর্থ জয়ে শেখ রাসেল ১৮ পয়েন্ট নিয়ে রয়েছে অষ্টম স্থানে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
৭ গোল করে শততম ম্যাচ রাঙালো কিংস
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
যে মন্ত্রে দেশের ফুটবলে পুলিশের সাফল্য
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ