X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইউনাইটেড ছাড়ার ‘অনুরোধ’ রোনালদোর

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০২২, ১৬:০৮আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৬:৪১

গত মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এর মধ্যেই ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ার আর্জি পর্তুগিজ উইঙ্গারের। সামনে চ্যাম্পিয়নস লিগে নেই ইউনাইটেড, স্বভাবতই তাদের সঙ্গে থাকলে ইউরোপিয়ান এলিট প্রতিযোগিতায় খেলা হবে না রোনালদোর। তার মতো বড় তারকার কি সেটি মানায়! সে কারণে রেড ডেভিলদের কাছে অনুরোধ করেছেন যেন তাকে এবারের গ্রীষ্মের দলবদলে বিক্রি করে দেওয়া হয়। ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনকে একটি সূত্র নিশ্চিত করেছে বিষয়টি।

গত মৌসুমে ইউনাইটেডে ফিরে সময়টা একেবারে খারাপ যায়নি রোনালদোর। ৩০ ম্যাচে করেছেন ১৮ গোল। কিন্তু দলীয় পারফরম্যান্সে সুখকর ছিল না মৌসুমটা। প্রিমিয়ার লিগ শেষ করে ষষ্ঠ হয়ে, তাতে সুযোগ হারায় চ্যাম্পিয়নস লিগ খেলার। রোনালদো প্রতিযোগিতা থেকে দূরে থাকতে রাজি নন। সে কারণে ইউনাইটেড কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন তাকে ছেড়ে দেওয়ার।

২০২৩ সালের জুনে শেষ হবে রোনালদো-ইউনাইটেডের চুক্তি। তবে চাইলে চুক্তির মেয়াদ আরও বাড়ানোর সুযোগ আছে। যদিও রোনালদো বর্তমান চুক্তিরই ইতি টেনে দিতে চাইছেন। ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, রোনালদো এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে ইউনাইটেড কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন চিঠির মাধ্যমে। তিনি জানিয়েছেন, চলমান গ্রীষ্মের দলবদলে যেন তাকে বিক্রি করে দেওয়া হয়। ইউরোপিয়ান মিডিয়ার খবর, চেলসি, বায়ার্ন মিউনিখ ও নাপোলি রোনালদোকে দলে টানার ব্যাপারে আগ্রহী।

ইউনাইটেডের কোচিং প্যানেলে পরিবর্তন এসেছে। অন্তর্বর্তী কোচ রাল্ফ র‌্যানগনিকের জায়গায় দায়িত্ব নিয়েছেন এরিক টেন হাগ। গত মাসে তাকে পরিচয় করিয়ে দেওয়া সময় সাবেক আয়াক্স কোচ জানিয়েছিলেন, তার পরিকল্পনায় আছেন রোনালদো। যদিও পর্তুগিজ অধিনায়ক নতুন মৌসুমে থাকতেই চাইছেন না ওল্ড ট্র্যাফোর্ডে!

ইউনাইটেডে প্রথম দফার ক্যারিয়ারে ২৯২ ম্যাচে ১১৮ গোল করেছিলেন রোনালদো। এরপর ২০০৯ সালে পাড়ি জমান রিয়াল মাদ্রিদে। সান্তিয়াগো বার্নাব্যুতে সাফল্যের বৃষ্টিতে ভিজে ২০১৮ সালে যোগ দেন জুভেন্টাসে। ইতালিয়ান ক্লাব থেকেই গত মৌসুমে ফিরে আসেন পুরনো ক্লাবে।

/কেআর/
সম্পর্কিত
রোনালদোকে লাল কার্ড দেওয়া ছিল ভুল: নাসর কোচ
রোনালদোর ৬৪তম হ্যাটট্রিকে আল নাসরের সহজ জয়
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা