X
রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
১০ আশ্বিন ১৪২৯

কাতার বিশ্বকাপ এগিয়ে আনা হলো

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২২, ১২:১৩আপডেট : ১২ আগস্ট ২০২২, ১২:১৬

কাতার বিশ্বকাপ নিয়ে আলোচনার শেষ নেই। তাদের আয়োজক হওয়া নিয়ে তো জলঘোলা কম হয়নি। এখন সূচি চূড়ান্ত হওয়ার পরও স্থিতিশীল হতে পারেনি ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা। বিশ্বকাপের মতো আসরের সূচি প্রকাশের পর আবার সেটি পরিবর্তন করলো ফিফা! ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিষয়টি।

এবারের বিশ্বকাপের আয়োজক কাতার। সাধারণত আয়োজক দেশের ম্যাচ দিয়ে শুরু হয়ে থাকে ফুটবল মহাযজ্ঞ। কিন্তু ফিফা প্রকাশিত সূচিতে কাতারের ম্যাচ ছিল টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিনে। উদ্বোধনী ম্যাচ ছিল সেনেগাল-নেদারল্যান্ডসের। এ নিয়ে সমালোচনাও হয়েছে বেশ। এতদিনে এসে ফিফার চোখ খুলেছে। সূচি পরিবর্তন করে একদিন এগিয়ে আনা হয়েছে ২০২২ বিশ্বকাপ। এখন কাতারের ম্যাচ দিয়েই পর্দা উঠবে ফুটবল মহাযজ্ঞের।

আগের সূচিতে ২১ নভেম্বর শুরু হতো বিশ্বকাপ। তবে নতুন শুরুতে ২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০২২ সালের আসর। অর্থাৎ, বিশ্বকাপ সূচি হেরফের হয়েছে শুধু প্রথম দুই দিন। উদ্বোধনী দিনে তৃতীয় ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হতো কাতার। এখন তারা একদিন আগে ২০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টায় খেলবে আল বাইয়াত স্টেডিয়ামে। স্বাগতিকদের ম্যাচ এগিয়ে যাওয়ায় ২১ নভেম্বরের সূচিতে এসেছে পরিবর্তন। আগের সূচিতে সেনেগাল-নেদারল্যান্ডসের ম্যাচ ছিল বাংলাদেশ সময় বিকাল ৪টায়। আল থুমামা স্টেডিয়ামের ম্যাচটি নতুন সূচিতে চলে গেছে বাংলাদেশ সময় রাত ১০টায়। তবে ইংল্যান্ড-ইরান (সন্ধ্যা ৭টা) ও যুক্তরাষ্ট্র-ওয়েলস (রাত ১টা) ম্যাচ দুটি আগের সূচিতেই আছে।

বিশ্বকাপ একদিন এগিয়ে আসায় কাতারের প্রতিযোগিতাটি শুরু হতে আর ১০০ দিন বাকি। শুরু হয়েছে ক্ষণগণনা।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ছয় কনফেডারেশনের প্রধানদের সঙ্গে বৈঠকের পর বিশ্বকাপ একদিন এগিয়ে আনা হয়েছে। ফিফা জানিয়েছেন, এতে করে আয়োজকদের দিয়ে উদ্বোধনী ম্যাচ খেলার যে ঐতিহ্য আছে, সেটি বজায় থাকলো। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার এই সিদ্ধান্তে বেজায় খুশি কাতার। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামা তাদের কাছে ‘স্মরণীয় এক অধ্যায়’।

বিশ্বকাপ শুধু একদিন এগিয়ে আনা হয়েছে, বাকি সব আছে আগের মতোই। ফাইনাল হবে আগের সূচিতেই, ১৮ ডিসেম্বর।

/কেআর/
সম্পর্কিত
ফুটবল বিশ্বকাপ, বিয়ার বিক্রির অনুমতি দেবে কাতার?
ফুটবল বিশ্বকাপ, বিয়ার বিক্রির অনুমতি দেবে কাতার?
ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতিতে আফ্রিকান দুই প্রতিপক্ষ
ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতিতে আফ্রিকান দুই প্রতিপক্ষ
কাতার বিশ্বকাপের সাড়ে ২৪ লাখ টিকিট শেষ
কাতার বিশ্বকাপের সাড়ে ২৪ লাখ টিকিট শেষ
‘অফসাইড বিতর্ক’ এড়াতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
‘অফসাইড বিতর্ক’ এড়াতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
মেয়ের সামনে মাকে হত্যার অভিযোগ
মেয়ের সামনে মাকে হত্যার অভিযোগ
মেয়েদের সঙ্গে বাসায় ফিরলেন রহিমা
মেয়েদের সঙ্গে বাসায় ফিরলেন রহিমা
নদী দখল-দূষণের প্রতিবাদে কাগজের নৌকা ভাসালো শিক্ষার্থীরা
নদী দখল-দূষণের প্রতিবাদে কাগজের নৌকা ভাসালো শিক্ষার্থীরা
ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী ছিল নৌকায়, নদীর পাড়ে আহাজারি
ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী ছিল নৌকায়, নদীর পাড়ে আহাজারি
এ বিভাগের সর্বশেষ
ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতিতে আফ্রিকান দুই প্রতিপক্ষ
ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতিতে আফ্রিকান দুই প্রতিপক্ষ
কাতার বিশ্বকাপের সাড়ে ২৪ লাখ টিকিট শেষ
কাতার বিশ্বকাপের সাড়ে ২৪ লাখ টিকিট শেষ
‘অফসাইড বিতর্ক’ এড়াতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
‘অফসাইড বিতর্ক’ এড়াতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি