X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লিগ কমিটি ছাড়ছেন সালাম মুর্শেদী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২২, ১৭:৪৩আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১৭:৪৬

দীর্ঘদিন ধরে পেশাদার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান পদে আছেন আব্দুস সালাম মুর্শেদী। ১৩ বছর দায়িত্ব পালন করে ব্যস্ততা বেড়ে যাওয়ায় এখন আর এই পদে থাকতে চাইছেন না তিনি। এরই মধ্যে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে নিজের ইচ্ছা জানিয়েছেন। বাফুফের সিনিয়র সহ-সভাপতির সিদ্ধান্তের বিষয়টি এখন নির্বাহী কমিটির সভায় আলোচনা হবে। সেখানেই ঠিক হবে সালাম থাকবেন নাকি নতুন কেউ দায়িত্ব নেবেন।

আজ (শনিবার) বাফুফে ভবনে লিগ কমিটির সভা শেষে সংবাদমাধ্যমের কাছে সালাম চেয়ারম্যানের পদ ছাড়া প্রসঙ্গে অনেক কথাই বলেছেন। কেন এই পদে থাকতে চাইছেন না, সেটিরও ব্যাখ্যা দিয়েছেন। দীর্ঘ দিন লিগ কমিটি চালাতে গিয়ে ক্লান্ত কিনা, এমন প্রশ্নে বাফুফের এই কর্তা বলেছেন, ‘আমি ক্লান্ত নই। আপনি যখন কিছুতে এনজয় করবেন তখন সেটায় অবশ্যই ভালো করবেন। ১৩ বছরে ১২টা লিগ শেষ করা কম কথা নয়। সামনে রাজনৈতিক ব্যস্ততা রয়েছে। তাই সময় দেওয়া কঠিন।’

কিছুদিন আগে নিজেই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে দায়িত্ব ছাড়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। সালাম সেটি জানিয়ে বললেন, ‘বিপিএলের (বাংলাদেশ ‍প্রিমিয়ার লিগ ফুটবল) চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ট্রফি প্রদানের পর সভাপতি সাহেবকে (কাজী সালাউদ্দিন) বলেছিলাম, আমার দায়িত্ব কিছুটা কমিয়ে দেওয়া যায় কিনা! তখন উনি বলেছিলেন, ‘আর একটু সময় থাকা যায়?’ তখন আমি বলেছিলাম, আমাকে তো এখন এলাকায় নিয়মিত যেতে হয়। তখন উনি বলেন, ‘ঠিক আছে এটা আমি জানলাম, বিবেচনা করবো।”

এরপর যোগ করে বলেছেন, ‘আজ আমি সভাপতিকে জানিয়ে দিয়েছি যে, পেশাদার লিগ কমিটি চালানোর মতো সময় আমার হাতে নেই। উনি বলেছেন, আমরা আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবো।’

আসছে জাতীয় নির্বাচনে বেশি সময় দিতে হবে। ইচ্ছা থাকলেও লিগ কমিটিতে তার সময় দেওয়া কঠিন। সালামের অসহায় সুর, ‘দেখেন পেশাদার লিগ কমিটি চালাতে গেলে অনেক সময় দিতে হয়। এখন সাইফ স্পোর্টিং খেলতে চাচ্ছে না। একটা দল কমে গেলো। ফিক্সিংয়ের অনেক ব্যাপার আছে। এগুলো সামলাতে হলে সময় দিতে হয়। এই সময় এখন আমার হাতে নেই। আমার নির্বাচনি এলাকা হচ্ছে গ্রামে, তাই সেখানে এখন আরও বেশি যেতে হবে। সামনে নির্বাচন আছে।’

লিগ কমিটির চেয়ারম্যান পদ ছাড়তে চাইলেও ফিন্যান্স ও রেফারিজ কমিটিতে থাকবেন সাবেক এই স্ট্রাইকার।

/টিএ/কেআর/
সম্পর্কিত
কঠিন ম্যাচ জিতে বাংলাদেশের মানুষদের ধন্যবাদ দিলেন ফিলিস্তিন কোচ
আমাদের দল নিয়ে গর্বিত হওয়া উচিত: বাংলাদেশ কোচ
নিজেদের মাঠে আমরা আরও বেশি শক্তিশালী: কাবরেরা
সর্বশেষ খবর
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়