X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘কোটি টাকার সুপার কাপ হলে ভালো হবে’

তানজীম আহমেদ
০৩ অক্টোবর ২০২২, ১৬:৩৯আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১৮:৫৩

আগে লিগ ছাড়াও ঘরোয়া ফুটবলে দুটি টুর্নামেন্ট হতো। আসন্ন মৌসুমে কোটি টাকার সুপার কাপ আবারও সংযোজন হতে চলায় ঘরোয়া ফুটবলের সূচিতে পরিবর্তনের ঘোষণাও এসেছে এর মধ্যে। যদিও বলা হচ্ছে এখন সেটি নির্ভর করছে পৃষ্ঠপোষক প্রাপ্তির ওপর। তবে কাজী সালাউদ্দিনের নেতৃত্বে পেশাদার ফুটবল লিগ কমিটির সুপার কাপ ফেরানোর উদ্যোগ এরই মধ্যে উন্মাদনার সৃষ্টি করেছে।

সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পরের বছর কোটি টাকার সুপার কাপ আয়োজন করে চমক দেখিয়েছিলেন সালাউদ্দিন। ২০০৯ সালের প্রথম সেই টুর্নামেন্টে মোহামেডান স্পোর্টিং চ্যাম্পিয়ন হয়েছিল। পরে আরও দুবার ২০১১ ও ২০১৩ সালে সেটি ধারাবাহিক মাঠে গড়িয়েছে। যার প্রথমটি আবাহনী লিমিটেড অন্যটি আবার জেতে মোহামেডান। তার পর থেকে অনেক দিন এই টুর্নামেন্টকে রাখা হয় হিমাগারে। অবশেষে ছয় দল নিয়ে সুপার কাপ জীবন্ত করার তোড়জোড় শুরু হয়েছে।

২০০৯ সালে প্রথম ট্রফি জয়ী কোচ মারুফুল হক সুপার কাপ মাঠে ফেরানোর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এটা ভিন্ন মাত্রা যোগ করবে। তবে লিগের মাঝামাঝি হলে গুরুত্ব থাকবে না। আলাদা হবে শুনেছি। এতে করে কোটি টাকার সুপার কাপ আলাদা মাত্রা যোগ করবে তাতে সন্দেহ নেই। এরই মধ্যে সবার মাঝে নতুন করে উদ্দীপনা শুরু হয়েছে। আশা করছি, সবার মধ্যে ফুটবলের প্রতি আলাদা আবেদনও তৈরি হবে।’

তবে সুপার কাপ বা যে কোনও একটি টুর্নামেন্ট স্থানীয়দের দিয়ে খেলানোর পক্ষাপাতী মারুফুল। যাতে খেলোয়াড়দের মান পরখ করে নেওয়া যায়, ‘সবগুলো টুর্নামেন্টের ইতিবাচক প্রভাব রয়েছে। আমি মনে করি একটা টুর্নামেন্ট অন্তত স্থানীয়দের দিয়ে খেলানো উচিত। এতে করে তাদের মানও দেখা যেতো। মনে হয় তা হয়তো হবে না। তবে হলে ভালো হতো।’

শুধু সুপার কাপ নয়, ঘরোয়া ফুটবলের নতুন সূচি নিয়েও মন্তব্য করেছেন উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ। এখন থেকে সপ্তাহে শুক্রবার ও শনিবার লিগের খেলা হওয়ার কথা। আর মঙ্গলবার শুধু ফেডারেশনের কাপের খেলা থাকবে। মারুফুল বলছিলেন, ‘এটা যদি হয় তাহলে তো ভালো হবে। সবার জন্যই ভালো হবে। কোচিং মেথড বা বিজ্ঞানসম্মত যাই বলেন না কেন। সপ্তাহে দুই দিন খেলা ও একদিন ফেডারেশন কাপ সবার জন্যই ইতিবাচক।’

আগামী এপ্রিলে প্রস্তাবিত কোটি টাকার সুপার কাপ নিয়ে এখন থেকেই সবাই রোমাঞ্চিত। আবাহনী লিমিটেডের ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা যখন ক্যারিয়ার শুরু করেন, তখনই সুপার কাপের প্রচলন। এতদিন পর সুপার কাপের ফিরে আসার খবরে উচ্ছ্বসিত কক্সবাজারের এই ফুটবলার, ‘এটা ভালা উদ্যোগ। আমার ক্যারিয়ার যখন শুরু হয়েছিল, সুপার কাপ হতে দেখেছি। এতে করে খেলোয়াড়রা আরও ভালো খেলার তাড়না পাবে। মাঠে দর্শকও হবে প্রচুর। ফুটবলে আলাদা করে উন্মাদনা সৃষ্টি হবে।’

মারুফুল হকের মতো ঘরোয়া ফুটবলের নতুন সূচি নিয়ে সন্তুষ্টি ঝরলো সুশান্ত ত্রিপুরার কণ্ঠেও, ‘এতে করে আমাদের ইনজুরি কম হবে। খেলোয়াড়রা বিশ্রাম পাবে, খেলার মানও বাড়বে। সবার জন্যই এমন সূচি ভালো হয়েছে। তবে এই সূচি যেন পরিবর্তন না হয়।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া