X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
কাতার বিশ্বকাপের খুঁটিনাটি

বুড়ো দলে তৃতীয় ব্রাজিল, ম্যাচ-গোলে সেরা রোনালদো

ফয়েজুল ইসলাম
১৯ নভেম্বর ২০২২, ২১:২৭আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ২১:৪৭

চারদিকে বাজছে বিশ্বকাপ ফুটবলের ডামাডোল। কাতারে প্রস্তুত খেলার মঞ্চ। মাঠে নামার অপেক্ষায় ৩২টি দল। সবার লক্ষ্য একটাই- ৬ কেজি ওজনের পৃথিবীর সবচেয়ে মূল্যবান সোনার ট্রফি জয়। অপেক্ষা শেষ হচ্ছে একদিন পরই। রবিবার (২০ নভেম্বর) রাত ১০টায় স্বাগতিক কাতার ও লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। এর মাধ্যমে পর্দা উঠবে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরের।

বাছাই পর্বের বাধা পেরিয়ে এবারের আসরে মূল পর্বে জায়গা করে নিয়েছে ইউরোপের ১৩টি, এশিয়ার ৬টি, লাতিন আমেরিকার ৪টি, আফ্রিকার ৫টি এবং উত্তর আমেরিকার ৪টি দল। ইতালি ছাড়া সব বড় দলই কাতারে খেলার সুযোগ পেয়েছে। তবে বড় তারকাদের মধ্যে মোহাম্মদ সালাহর মিসর ও আর্লিং হল্যান্ডের নরওয়ে মূল পর্বে জায়গা করে নিতে পারেনি।

বিশ্ব ফুটবলের মহারণকে সামনে রেখে পাঠকদের জন্য এবারের আসরের খুঁটিনাটি তুলে ধরা হলো-

সবচেয়ে বয়সী দল

এবারের বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক দল এশিয়ার ইরান। দলটির খেলোয়াড়দের গড় বয়স ২৯। গড় বয়স ২৯ নিয়ে এরপরের স্থানেই আছে বেলজিয়াম। সাড়ে ২৮ বছর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লাতিনের ব্রাজিল। এরপরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে তিউনিশিয়া (২৮), সৌদি আরব (২৮), আর্জেন্টিনা (২৮), কোস্টারিকা (২৭.৫), অস্ট্রেলিয়া (২৭.৫) ও ক্যামেরুন (২৭)।

ইরানের ফুটবলার

কম বয়সী স্কোয়াড

কম বয়সী স্কোয়াডের তালিকার এক নম্বরে ঘানা। তাদের গড় বয়স ২৩.৫। এরপরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র (২৪), ইকুয়েডর (২৪), ওয়েলস (২৫), ফ্রান্স (২৫), স্পেন (২৫.৫), কানাডা (২৫.৫), কাতার (২৬), মরোক্কো (২৬) ও ডেনমার্ক (২৬)।

ঘানার ফুটবলাররা

বেশি বয়সী ফুটবলার

কাতার বিশ্বকাপে ৩২ দলের ঘোষিত স্কোয়াডের মধ্যে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হলেন মেক্সিকোর গোলরক্ষক আলফ্রেডো তালাভেরা। তার বয়স ৪০ বছর ৩৯ দিন। তিনিই এবারের বিশ্বকাপের চল্লিশোর্ধ্ব একমাত্র ফুটবলার।

৩৯ বছর ৯ মাস বয়স নিয়ে দ্বিতীয় স্থানে কানাডার ফুটবলার আতিবা হাসিসন। এরপরের স্থানগুলোতে আছেন যথাক্রমে পর্তুগালের পেপে (৩৯), জাপানের গোলরক্ষক কাওয়াসিমা (৩৯) , ব্রাজিলের দানি আলভেস (৩৯), নেদারল্যান্ডসের গোলরক্ষক রেমকো পাসভির (৩৯) এবং তিউনিসিয়ার গোলরক্ষক আইমেন মাথলোথি (৩৮)।

৩৮ বছর বয়স নিয়ে বুড়ো খেলোয়াড়ের তালিকায় আট নম্বরে অবস্থান করছেন ব্রাজিলের ডিফেন্ডার থিয়াগো সিলভা। ৯ নম্বরে আছেন পর্তুগালের ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। ১০ নম্বরে আছেন দানি ভুকোভিচ।

এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার তালাভেরা

সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ

কাতার বিশ্বকাপে ৩২ দলে ৮৩১ জন ফুটবলার আছেন। এর মধ্যে ম্যাচ খেলার দিক থেকে সবচেয়ে অভিজ্ঞ  ক্রিস্টিয়ানো রোনালদো। ১৯১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই তারকা পঞ্চমবারের মতো বিশ্বকাপ মাতাবেন।

এরপরের স্থানগুলোতে আছেন যথাক্রমে মেক্সিকোর আন্দ্রেস গুয়ারদাদো (১৭৭), কাতারের আল হায়দোস (১৬৯), আর্জেন্টিনার লিওনেল মেসি (১৬৪), উরুগুয়ের ডিয়েগো গোডিন (১৫৯), ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ (১৫৪) এবং কোস্টারিকার বারগাস (১৫৪)।

সবচেয়ে বেশি গোল করা ফুটবলার

এবারের ফুটবল বিশ্বকাপে যতজন ফুটবলার খেলবেন এর মধ্যে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড় হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার আন্তর্জাতিক গোল সংখ্যা ১১৭। তালিকায় দুই নম্বরে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তারপরের স্থানগুলোতে আছেন যথাক্রমে রবার্ট লেওয়ান্ডস্কি (৭৬), ব্রাজিলের নেইমার (৭৫), বেলজিয়ামের রোমেলু লুকাকু (৬৮), উরুগুয়ের লুইস সুয়ারেজ (৬৮) ও এডিনসন কাভানি (৫৮), ইংল্যান্ডের হ্যারি কেইন (৫১), সার্বিয়ার আলেকসান্দার মিত্রোভিচ (৫০) ও ফ্রান্সের অলিভিয়ের জিরুড (৪৯)।

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি

কোন ক্লাবের কত খেলোয়াড়

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের ১৭ জন ফুটবলার এবারের বিশ্বকাপে বিভিন্ন দলের হয়ে খেলবে। একক ক্লাব হিসেবে তাদের খেলোয়াড়ই বিশ্বকাপে সবচেয়ে বেশি জায়গা পেয়েছেন। এছাড়া ম্যান সিটির ১৬ জন, বার্সেলোনার ১৬ জন, কাতারের আল সাদের ১৫ জন, ম্যানচেস্টার ইউনাইটেডের ১৪ জন, রিয়াল মাদ্রিদের ১৩ জন, চেলসির ১২ জন, সৌদির আল হিলালির ১২ জন এবং টটেনহাম হটস্পার, প্যারিস সেইন্ট জার্মেইন, জুভেন্টাস, বরুশিয়া ডর্টমুন্ড, অ্যাতলেতিকো মাদ্রিদ ও আয়াক্সের ১১ জন করে খেলোয়াড় বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন।

কোন লিগের কত খেলোয়াড়

প্রিমিয়ার লিগের ১৩৪ জন ফুটবলার এবারের বিশ্বকাপে খেলবেন। এছাড়া লা লিগার ৮৩ জন, বুন্দেসলিগার ৭৬ জন, সিরি এ’র ৬৭ জন, লিগ ওয়ান ৫৬ জন, এমএলএস ৩৫ জন, সৌদি প্রো লিগ ৩৩ জন, কাতার স্টার্স লিগ ৩৩ জন, চ্যাম্পিয়নশিপ ২৫ জন ও বেলজিয়ান প্রো-লিগের ২৩ জন ফুটবলার বিভিন্ন দলের হয়ে খেলবেন।

/জেএইচ/
সম্পর্কিত
বিশ্বকাপ না জিতলে আমি হয়তো জাতীয় দল ছেড়ে দিতাম: মেসি
মেসির মতো ডি মারিয়াকেও প্রাণনাশের হুমকি
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়