X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

লক্ষ্য ফাইনাল তবে প্রতিপক্ষ ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২২

লক্ষ্য ফাইনাল তবে প্রতিপক্ষ ভারত ২০১০ ঢাকা এসএ গেমসে ভারতকে ০-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। করেছিল স্বর্ণ জয়। ছয় বছর পর কাল শনিবার আবার এসএ গেমস ফাইনালে ওঠার লড়াই। এবারও প্রতিপক্ষ ভারত তবে পরিপ্রেক্ষিত ভিন্ন। এবার ভারতের মাঠে হচ্ছে খেলাটি। বাংলাদেশকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার মিশন ভারতের আর সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে একটি সাফল্য দেশকে উপহার দেওয়ার অপেক্ষায় বাংলাদেশ!
তিন দিনের ব্যবধানে গ্রুপ পর্বে দুইটি ম্যাচ খেলেছে গঞ্জালো সানচেজ মরেনোর দল।।তাই সেমিফাইনালের আগের দিন অনুশীলনে রিকভারিই মূল প্রাধান্য ছিল বাংলাদেশ কোচের কাছে। এ নিয়ে তিনি বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে কিছুটা ক্লান্তি রয়েছে। আজ সারা দিন রিকভারিতেই ব্যয় হবে।’ কিছুটা ক্লান্তি থাকলেও ইনজুরি বা কার্ডজনিত সমস্যা নেই বাংলাদেশ শিবিরে।

‘বি’ গ্রুপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলেও ফুটবলারদের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। বল পজেশন, নিয়ন্ত্রণ,পাসিং সব কিছুতেই ছিল ত্রুটি। তবে এটিতে পরিবর্তন আনতে চান মরেনো। বলেন, ‘সেমিফাইনালে আমরা নিয়ন্ত্রিত ফুটবল খেলতে চাই। নক আউট পর্বে সামান্য ভুলেই বড় বিপদ ডেকে আনতে পারে।’

গান্ধী স্টেডিয়ামে একটু উন্নত মানের ফুটবল প্রদর্শনের আশ্বাসই দিচ্ছেন মরেনো- ‘সাই গ্রাউন্ডের তুলনায় এই স্টেডিয়ামের মাঠ অনেক ভালো। এই মাঠে আমরা আরও ভালো খেলব।’

চলতি আসরে ভারতের দুটি ম্যাচই দেখেছেন কোচ মরেনো। সেখান থেকে তার উপলব্ধি- ‘ভারত যথেষ্ট ভালো দল। নিজেদের মাঠে ভারতকে মোকাবেলা করা অবশ্যই চ্যালেঞ্জিং। হোম অ্যাডভান্টেজ ও সমর্থন তাদের পক্ষেই থাকবে।’

মেয়েদেরও ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ ভারত

পুরুষ ফুটবলের মতো মহিলা ফুটবলেও কাল শনিবার ফাইনালে ওঠার লড়াই। কাকতালীয়ভাবে পুরুষ ফুটবলের মতো এখানেও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। মহিলা ফুটবল রাউন্ড রবিন লিগে হওয়ায় বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে। স্বাগতিক ভারতের বিপক্ষে ড্র করলেই ১৫ ফেব্রুয়ারি নেপালের বিরুদ্ধে স্বর্ণের লড়াইয়ে নামবে বাংলাদেশ। তবে হারলে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?