বিশ্বকাপে লিওনেল মেসির গোলের সংখ্যা এখন পর্যন্ত ৮টি। সবকটিই তিনি পেয়েছেন গ্রুপ পর্বে। এখন পর্যন্ত বিশ্বকাপের নকআউট পর্বে একটি গোলও করতে পারেননি মেসি।
তবে বিশ্বকাপের নকআউটে ৪টি গোলে সহায়তা করেছেন মেসি। ২০১০ বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে একটি, ২০১৪ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে একটি। বাকি দুটি ২০১৮ বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে ফ্রান্সের বিপক্ষে।
আর কিছুক্ষণ পরেই রাউন্ড অফ সিক্সটিনে মাঠে নামছেন আর্জেন্টিনা, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। দুই দল এখন পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে। আর্জেন্টিনার জয়ের পাল্লাই ভারি; জিতেছে ৫ বার। তবে ১৯৮৮ সালে প্রথম দেখায় আলবিসেস্তেদের ৪-১ গোলে হারিয়ে চমকে দিয়েছিল অস্ট্রেলিয়া। তাছাড়া ড্র রয়েছে একটি। ১৯৯৩ সালে ম্যারাডোনার আর্জেন্টিনার সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে সকারুসদের এই কোচেরও।
তবে পরিসংখ্যান না ঘেটে আজ অজিদের হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করতে চায় লিওনেল স্কালোনির দল। তাই প্রশ্ন উঠেছে এবার কি মেসি পারবেন নকআউটে গোল করতে? উত্তরটা মিলবে রাতেই।