X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ইউরোপীয় বাধা পেরোতেই পারছে না ব্রাজিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২২, ০১:৩০আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০১:৩০

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিদায় যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ২০০২ সালে শেষ বিশ্বকাপ জেতার পর থেকে এই নিয়ে মোট চার বার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিদায় নিলো ব্রাজিল। প্রতিবারই ইউরোপের কোনও দলের কাছে হেরেছে তারা। শুক্রবার সেমিফাইনালে উঠার লড়াইয়ে ক্রোয়েশিয়ার চেয়ে এগিয়ে থেকেও টাইব্রেকারে হারতে হয়েছে নেইমারের দলকে।

১-১ গোলের সমতার ম্যাচ শেষে টাইব্রেকারে ব্রাজিলের প্রথম শটটা নেন বদলি নামা তরুণ ফরোয়ার্ড রদ্রিগো। কিন্তু তার দুর্বল শট আটকে দেন ম্যাচে দুর্দান্ত খেলা ক্রোয়েশিয়ার গোলকিপার ডোমিনিক লিভাকোভিচ। টাইব্রেকারে মার্কুইনোসের নেওয়া চতুর্থ শট পোস্টে লাগতেই মুখ ঢাকলেন নেইমার। কান্নায় ভেঙে পড়লেন স্টেডিয়ামের উপস্থিত হাজার হাজার সমর্থক। কোটি কোটি ব্রাজিল সমর্থকদের যেন কান্নার রাত।

গত ২০ বছর ধরেই হেক্সা জয়ের মিশন নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছে দলটি। কিন্তু প্রতিবারই তাদের সেই মিশন ব্যর্থ। শুক্রবারের ফাইনাল ম্যাচটি ব্রাজিলের জন্য ভীষণ হতাশার। অতিরিক্ত মিনিটে গোল দিলেও এর আগে একের পর এক গোল মিস করেছে তারা। ৩৬ বছর বয়সী লুকা মাদ্রিচকেও মধ্যমাঠে আটকাতেই পারেননি। গোল ব্যবধান আরও বাড়াতে গিয়ে ক্রোয়েশিয়ার পাল্টা আক্রমণের গোল হজম করতে হয়েছে।

২০ বছর আগে এশিয়ার মাটিতেই নিজেদের পঞ্চম ও সবশেষ বিশ্বকাপ জিতেছিল জোগো বনিতোর দেশ। কোরিয়া-জাপান বিশ্বকাপে রোনালদো-রিভালদো-রোনালদিনহোদের দুর্দান্ত পারফরম্যান্সে পঞ্চম শিরোপা জেতে তারা। এরপর আরও চারটি বিশ্বকাপে ফেভারিট হিসেবে অংশগ্রহণ করলেও তাদের সর্বোচ্চ সাফল্য ২০১৪ সালে নিজ দেশে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনাল। কিন্তু এরপর বাকি বিশ্বকাপগুলোতে ফেভারিটের তকমা নিয়ে খেলতে গেলেও ইউরোপের কাছে হার মানতে হয়েছে। ২০০২ বিশ্বকাপের নকআউটে সর্বশেষ কোনও ইউরোপিয়ান প্রতিপক্ষকে হারাতে পেরেছে তারা। সেবারেই সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

এরপর ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পারেনি ব্রাজিল। পরের বিশ্বকাপে নেদারল্যান্ডস বাধা দূর করতে পারেনি তারা। ২০১৪ বিশ্বকাপে জার্মানি সাথে ঘরের মাঠে ৭-১ ব্যবধানে হেরে যাওয়ার ইতিহাসতো সবারই জানা। সর্বশেষ রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। এবার হেক্সা জয়ের মিশন নিয়ে কাতারে আসা দলটি আরও একবার ইউরোপীয় দলের সঙ্গে বিদায় নিলো।

এভাবে বিদায় নিয়ে ভীষণ হতাশ থিয়াগো সিলভা।  তার কন্ঠে ফুটে উঠলো আক্ষেপ আর হতাশা, ‘এই মুহূর্তে কথা বলা কঠিন, নিজেকে সামলাতে হচ্ছে।  আমাদের চেষ্টা করা ছাড়া বিকল্প আর কিছু নেই।’ 

/আরআই/এমআর/
সম্পর্কিত
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
আর্জেন্টিনাকে হারিয়ে আলোচনায় আসা সৌদি কোচের পদত্যাগ
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া