X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৪, ২১:০০আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ২১:০০

তিন গোলের ব্যবধানে হার এড়াতে পারলেই বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবলে রানার্সআপ হয়ে শীর্ষ স্তরে পৌঁছে যাবে ঢাকা ওয়ান্ডারার্স। হারেনি তারা। বাফুফে এলিট একাডেমির সঙ্গে গোলশূন্য ড্র করেছে। তাতে করে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ওয়ান্ডারার্স। দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়ন হয়ে মঙ্গলবার শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় পা রেখেছে ইয়ংমেন্স।

ঢাকার ফুটবলে একসময় বেশ জনপ্রিয় ছিল ওয়ান্ডারার্স। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি ঢাকা লিগে পঞ্চাশেল দশকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিল। স্বাধীনতার পর থেকে তাদের দাপট কমতে থাকে। ১৯৯৫ সালে অবনমিত হয়ে আট বছর পর আবার প্রিমিয়ার লিগে উঠেছিল। সেখানে তিন বছর খেলে আর টিকতে পারেনি। ২০০৭ সাল থেকে শুরু হওয়া পেশাদার লিগে কখনও খেলা হয়নি ওয়ান্ডারার্সের। সিনিয়র ডিভিশন থেকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ওঠে তারা। সেখানে চার আসর খেলার পর প্রথমবার পেশাদার লিগে তারা ফিরলো।

ওয়ান্ডারার্সের কোচ আবু ইউসুফ দেশের অন্যতম তারকা ফুটবলার ছিলেন। নব্বইয়ের দশকে আবাহনী-মোহামেডানকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করানো সাবেক এই ফুটবলার বললেন, ‘এই ক্লাবে বঙ্গবন্ধুর সম্পৃক্ততা আছে। তাই এটার আবেগ ভিন্ন। একটা ক্লাবকে আবার শীর্ষ স্থানে ফিরিয়ে নেওয়ার অনুভূতি আলাদা।’

চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ারে খেলার সুযোগ পেয়েও অনেক দলের না খেলার অতীত আছে। ওয়ান্ডারার্সের সাধারণ সম্পাদক কামাল হোসেন এই সুযোগ হারাতে চান না, ‘অনেক দিন পর আমরা আবার শীর্ষ স্তরে এসেছি অবশ্যই খেলবো। প্রিমিয়ারে খেলতে আর্থিক অনেক ব্যয় রয়েছে। আমাদের সভাপতি লিটন ভাই ও আমরা সবাই মিলে সেটা পূরণ করবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ১ লাখ ডলার পাবেন বাবররা!
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ১ লাখ ডলার পাবেন বাবররা!
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?