বাংলাদেশি বংশোদ্ভুত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার সম্ভাবনা দিনকে দিন আরও উজ্জ্বল হচ্ছিল। একে একে সব বাধা ডিঙিয়ে আগামী নভেম্বরের উইন্ডোতে তিনি লাল-সবুজ জার্সিতে খেলার অপেক্ষায় ছিলেন। কিন্তু তাকে নিয়ে দুঃসংবাদ দিলেন তার ক্লাব লেস্টার সিটি কোচ। অনুশীলনের সময় কাঁধ সরে গেছে, যে চোট তাকে দীর্ঘ সময়ের জন্য মাঠ থেকে ছিটকে দিতে যাচ্ছে।
মাসখানেক আগে হামজা বাংলাদেশি পাসপোর্ট হাতে পান। গত ২৪ সেপ্টেম্বর এফএ তাকে বাংলাদেশের জার্সিতে খেলার ব্যাপারে অনাপত্তিপত্র দেয়। পরের পদক্ষেপ হিসেবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করে বাফুফে। তাদের অনুমতি পেলেই হামজা বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করবেন।
এই কমিটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও চিঠি বাফুফে পায়নি। তা পাওয়া হয়তো সময়ের ব্যাপার। নভেম্বরে বাংলাদেশের ম্যাচ সামনে রেখে তাকে পাওয়ার ব্যাপারে কথাবার্তা চলছিল। কিন্তু চোট হয়তো বাধা হয়ে দাঁড়াতে যাচ্ছে।
২৭ বছর বয়সী মিডফিল্ডার ট্রেনিংয়ের সময় চোটে পড়েছেন। তার ক্লাব কোচ স্টিভ কুপার নিশ্চিত নয়, কতদিনের জন্য তিনি সাইডলাইনে যাচ্ছেন। লেস্টার কোচ বিবিসিকে বললেন, ‘এটা অবশ্যই বড় চোট, কাঁধ সরে যাওয়া। আশা করি, যতটা গুরুতর হওয়ার কথা, ততটা নয়। কোনও ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি ছিল না। সে কতদিনের জন্য বাইরে থাকতে যাচ্ছে, সেটা নিয়ে আমরা কাজ করছি। সপ্তাহ নাকি মাস, আমি এখনও কিছু বলতে পারছি না।’