X
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
২৪ মাঘ ১৪৩১

হামজাকে সংবর্ধনা দিতে চায় বাফুফে, কিন্তু...

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫২

বাংলাদেশের ফুটবল এক রোমাঞ্চকর ক্ষণের অপেক্ষায়। দেশে আসছেন ইউরোপিয়ান ফুটবলে খেলা হামজা চৌধুরী। ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে তার অভিষেক হওয়া সময়ের ব্যাপার। সম্প্রতি লেস্টার সিটি থেকে চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে গিয়েও জাদু দেখিয়েছেন এই ফুটবলার। তার আসার খবরে বাংলাদেশের ভক্তদের মাঝে উত্তেজনার রেণু ছড়াচ্ছে। ২৮ ফেব্রুয়ারি হবে বাংলাদেশের ক্যাম্প। এর আগেই হয়তো স্কোয়াডে যোগ দেবেন হামজা। তাকে সংবর্ধনা দিতে চায় বাফুফে, কিন্তু সবকিছু নির্ভর করছে কখন তিনি দেশে আসেন এবং সেই সময়টা পাওয়া যায় কিনা তার ওপর।

হামজাকে বরণ নিয়ে বাফুফের পরিকল্পনা জানালেন সহ-সভাপতি ফাহাদ করিম, ‘হামজা চৌধুরী কেবলই শেফিল্ড ইউনাইটেডে গেছে। আমরা প্রাথমিকভাবে তার নতুন ক্লাবের সঙ্গে কথাবার্তা চালিয়েছি। তার সম্ভাব্য আসার দিনের ব্যাপারে কথা হচ্ছে। আমাদের চূড়ান্ত কিছু হয়নি। ন্যূনতম উইন্ডো পেলে আমরা অবশ্যই তার জন্য সংবর্ধনার ব্যবস্থা করবো। আমাদের এমনটাই ইচ্ছা আছে।’

তবে হামজা শেষ সময়ে এলে সংবর্ধনা থেকে পিছিয়ে আসতে হবে বললেন তিনি, ‘কিন্তু এসবই নির্ভর করছে তিনি শেষ পর্যন্ত কবে আসছেন, তার ওপর। আমরা কোচের সঙ্গে আলাপ করেই করবো এসব, কারণ অনুশীলনের সঙ্গে তো আপস করা যাবে না। অনুশীলন ও টিম বিল্ডিংই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

ফাহাদ করিম আরও বললেন, ‘জাতীয় টিম কমিটির চেয়ারম্যান কোচ ও মার্কেটিংয়ের পক্ষ থেকে আমরা কথা বলে জানবো কোন তারিখে আসছেন। তবে সব কিছুর ওপরে কোচের পরামর্শ ও রিকমেন্ডেশনকে অগ্রাধিকার দেওয়া হবে। কারণ টিমের প্রস্তুতি আমাদের কাছে মুখ্য। আর উনি সরাসরি বাংলাদেশে আসবেন নাকি ভেন্যুতে যাবেন, এ ব্যাপার এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে প্রাইমারি আলাপ হয়েছিল, আমাদের বলা হয়েছিল তিনি চান ব্যক্তিগতভাবে আগে বাংলাদেশে আসতে। এখান থেকে টিমের সঙ্গে যেতে চান। তবে সব কিছু নির্ভর করছে তার ক্লাব ও উনাদের অ্যাভেলিবিলিটি বা অপশন আছে।’

সুযোগ পেলে জাতীয় দলের জার্সি গায়ে দেওয়ার আগে হামজাকে ভক্তদের সঙ্গে সম্পৃক্ত করার ইচ্ছা বাফুফের, এমনটাই বললেন এই সহ-সভাপতি, ‘কিন্তু আমরা সুযোগ পেলে অবশ্যই তাকে সুন্দর সংবর্ধনা দেবো। আমরা মনে করি তার প্রচুর ভক্ত আছে বাংলাদেশ। কোনোভাবে যদি তাকে আমরা ভক্তদের সঙ্গে সম্পৃক্ত করতে পারি, সেদিকে নজর দেবো।’

/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানমন্ডি ৩২-এর পরিণতি যেন সচিবালয়ের না হয়: হাসনাত আবদুল্লাহ
ধানমন্ডি ৩২-এর পরিণতি যেন সচিবালয়ের না হয়: হাসনাত আবদুল্লাহ
সাবেক রাষ্ট্রপতির ভাতিজার রিসোর্ট ও আ.লীগ অফিসে আগুন, পুড়লো পাশের দোকান-রেস্তোরাঁও
সাবেক রাষ্ট্রপতির ভাতিজার রিসোর্ট ও আ.লীগ অফিসে আগুন, পুড়লো পাশের দোকান-রেস্তোরাঁও
সুইডেনে কঠোর হচ্ছে আগ্নেয়াস্ত্র ক্রয় সংক্রান্ত আইন
সুইডেনে কঠোর হচ্ছে আগ্নেয়াস্ত্র ক্রয় সংক্রান্ত আইন
ঢাকায় ৩৮৮টি গভীর নলকূপ প্রতিস্থাপন করবে ওয়াসা
ঢাকায় ৩৮৮টি গভীর নলকূপ প্রতিস্থাপন করবে ওয়াসা
সর্বাধিক পঠিত
শাওনের পর সোহানা সাবা আটক
শাওনের পর সোহানা সাবা আটক
চলমান পরিস্থিতি নিয়ে মামুনুল হকের বিশেষ আহ্বান
চলমান পরিস্থিতি নিয়ে মামুনুল হকের বিশেষ আহ্বান
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়ে প্রকাশ্যে তরুণীকে গুলি করে হত্যা
চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়ে প্রকাশ্যে তরুণীকে গুলি করে হত্যা
নবম পে-স্কেল ঘোষণাসহ ৫ দাবি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের
নবম পে-স্কেল ঘোষণাসহ ৫ দাবি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের