X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার লিগ হকি শুরু বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৬, ২০:১৮আপডেট : ১১ মে ২০১৬, ২০:২১

প্রিমিয়ার লিগ হকি শুরু বৃহস্পতিবার ৩ বছর পর সকল দলের অংশগ্রহণে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার হকি লিগ। কাল বিকেল চারটায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আবাহনী ক্রীড়া চক্র ও ক্লাব কাপে অংশ না নেওয়া বাংলাদেশ রেলওয়ে। লিগের উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

২০১২ সালে সর্বশেষ সকল দলের অংশগ্রহণে যে লিগ হয়েছিল তাতে মোহামেডান চ্যাম্পিয়ন ও ঊষা রানার্স-আপ হয়। এরপর হকি ফেডারেশনের নির্বাচনকে কেন্দ্র করে মোহামেডান-মেরিনার্সসহ ছয়টি ক্লাব হকি খেলতে অস্বীকৃতি জানালে বন্ধ হয়ে যায় প্রিমিয়ার লিগ।

২০১৪ সালে ছয়টি ক্লাব নিয়ে ফেডারেশন লিগ চালালেও তা ছিল জৌলুশহীন। ফাইনালে নির্দিষ্ট সময়ে ড্র হলে উভয় দলের সম্মতিতে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় আবাহনী ও ঊষাকে। এর আগে ২০১০ সালে আবাহনী ও মোহামেডান ও এর আগে ২০০৬ সালে ঊষা ও আবাহনী যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল।

তবে এবার আর যুগ্ম চ্যাম্পিয়নের ধারাটি থাকছে না। ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বলেন, '২০০৬, ২০১০ ও ২০১৪ সালে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। এবার এ ধারা থাকছে না। নির্দিষ্ট সময়ের পর শ্যুট-আউটের মাধ্যমে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ নির্ধারণ করা হবে।'

শীর্ষ কয়েকটি ক্লাবের দাবির মুখে ফেডারেশন বাধ্য হচ্ছে বিদেশি আম্পায়ার আনতে। ক্লাবগুলোর মানসিক পরিবর্তনের বিকাশ ঘটানোর আহ্বানও জানান আব্দুস সাদেক। তিনি বলেন, 'আমাদের আম্পায়ারদের মান ততটা খারাপ নয়, যতটা ক্লাবগুলো বলে থাকে। তারপরও এতবছর পর যেহেতু খেলা মাঠে গড়াচ্ছে, সেহেতু ক্লাবগুলোর দাবিতে বিদেশি আম্পায়ার আনতে হচ্ছে। আমরা চাই হকির জৌলুশ ফিরে আসুক। ক্লাব কাপে আসা ওমানের দুই আম্পায়ার থানি ও ইব্রাহিম ২৬ মে পর্যন্ত বাংলাদেশে থাকছেন। এরপর হংকংয়ের দুজন আম্পায়ার আসবেন। একজন দেশি ও একজন বিদেশি আম্পায়ার খেলা পরিচালনা করবেন। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দুজন বিদেশি আম্পায়ার থাকবেন।'

এবার লিগের স্পন্সর গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। তারা তিন বছরের জন্য হকি ফেডারেশনকে ৪০ লাখ টাকা দিয়েছে। দ্বিতীয় বছরের বাজেট ধরা হয়েছে ১৮ লাখ টাকা। ১২টি দল প্রথম পর্বে লিগ ভিত্তিতে খেলে সর্বোচ্চ পয়েন্টের আলোকে শীর্ষ ছয়টি দল সুপার সিক্সে খেলবে। লিগে অংশ নেওয়া দলগুলো হলো আবাহনী, ঊষা, সাধারণ বীমা, অ্যাজাক্স, আজাদ, সোনালী ব্যাংক, ওয়ান্ডার্স, মোহামেডান, মেরিনার্স, বাংলাদেশ এসসি, ওয়ারি ও রেলওয়ে।

গতকাল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক ও লিগ কমিটির সেক্রেটারি কাজী মঈনুজ্জামান পিলা। এ সময় আরও উপস্থিত ছিলেন স্পন্সর গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের উপদেষ্টা এএসএম মুইজ এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাজিম তাজিক চৌধুরী।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ