X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

হকি দলের ক্যাম্পে ভাতা মাত্র ৩০০ টাকা!

তানজীম আহমেদ
২২ অক্টোবর ২০১৭, ২১:০৫আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ২১:১১

সুযোগ-সুবিধা কম পেলেও এশিয়া কাপে ষষ্ঠ হয়েছে বাংলাদেশ। ছবি-ফেসবুক বাংলাদেশ দলে আপাতত স্বস্তি। ঘরের মাঠের এশিয়া কাপ হকিতে ষষ্ঠ হওয়ার লক্ষ্য ছিল। চীনকে হারিয়ে সেই লক্ষ্য পূরণ হয়েছে। শেষ ম্যাচে অবশ্য জাপানের কাছে পাত্তা পায়নি। খেলোয়াড়-কোচ সহ দলের সবার মতে, ৪-০ গোলের অসহায় হারের কারণ ক্লান্তি। শনিবার স্বাগতিক দল হোটেল ছেড়েছে চীনকে হারানোর সুখস্মৃতি নিয়ে।

তবে আবার কবে জাতীয় দলের ক্যাম্প হবে, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা। অবশ্য হকি খেলে স্বাবলম্বী হওয়ার তেমন নিশ্চয়তাও নেই। প্রিমিয়ার হকি লিগ অনিয়মিত, দুই বছরে একবার লিগ হলেও ভালো পারিশ্রমিক সবাই পায় না। জাতীয় দলের অবস্থা তো করুণ! জাতীয় দলের ম্যানেজার রফিকুল ইসলাম কামাল বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘এশিয়া কাপের ক্যাম্প চলার সময় খেলোয়াড়রা ৩০০ টাকা করে ভাতা পেয়েছেন, টুর্নামেন্ট চলার সময় যা বেড়ে দাঁড়ায় ৮০০ টাকা।’

শুধু ভাতার অঙ্কই কম নয়, অন্যান্য সুযোগ-সুবিধাও নেই বললেই চলে। সুযোগ-সুবিধা বলতে খেলোয়াড়দের মাসিক বেতন, বীমা, চিকিৎসা প্রদান ইত্যাদি। আজও হকি ফেডারেশনে পেশাদারিত্বের যথেষ্ট অভাব। দেশের হকির নিয়ন্ত্রক সংস্থাটি নিজেদের কার্যক্রমই ঠিকমতো পরিচালনা করতে পারছে না। একদিক দিয়ে অবশ্য ফেডারেশন ‘ভাগ্যের’ সহায়তা পাচ্ছে। বিকেএসপি যেমন খেলোয়াড় তৈরি করছে, তেমনি বিভিন্ন সংস্থায় চাকরি করে খেলোয়াড়দের রুটি-রুজির ব্যবস্থাও হয়ে যাচ্ছে।

বর্তমান জাতীয় দলের ১২ জনই বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত। এশিয়া কাপ শেষে তারা চলে যাবেন নিজেদের সংস্থায়, থাকবেন অনুশীলনের মধ্যে। কিন্তু বাকিদের ভবিষ্যত অনিশ্চিত। এ বছর প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে কিনা তা নিশ্চিত নয়। এত ‘নেই’ এর ভীড়ে হকি খেলোয়াড়দের কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা না করাই বোধহয় ভালো!

হকির বর্তমান অবস্থা নিয়ে ভীষণ হতাশ জাতীয় দলের কোচ মাহবুব হারুন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আবার কবে জাতীয় দলের ক্যাম্প হবে, বলতে পারছি না। সংস্থাগুলোতে যারা আছে, তারা হয়তো অনুশীলনে থাকবে। বাকিদের কী হবে, জানি না। জাতীয় দলে খেলে প্রতিদিন মাত্র ৩০০ টাকা ভাতা পেলে খেলোয়াড়রা ভালো করবে কীভাবে! এশিয়া কাপের স্থান নির্ধারণী ম্যাচে চীনকে হারানোর পর মাত্র পাঁচ হাজার টাকা করে বোনাস পেয়েছে ছেলেরা। প্রিমিয়ার লিগ অনিয়মিত, জেলাগুলোতে খেলা নেই। সারা বছর খেলোয়াড়দের বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা দিতে পারলে বাংলাদেশের হকির চেহারাই বদলে যেতো।

অধিনায়ক রাসেল মাহমুদ জিমির কণ্ঠেও সুযোগ-সুবিধা নিয়ে আক্ষেপ, ‘আরও বেশি সংস্থা হকি দল গঠন করলে খেলোয়াড়দের জন্য ভালো হতো। করপোরেট সংস্থাগুলোকেও হকিতে আনার চেষ্টা করতে হবে। আমি ১৩ বছর জাতীয় দলে খেলার পর চাকরি পেয়েছি। সবাই চায় নিশ্চয়তা, কর্মসংস্থান নিশ্চিত হলে হকিতে মেধাবী খেলোয়াড়ের অভাব হবে না। কিন্তু আদৌ তা হবে কিনা সংশয় আছে।’

জাতীয় দলের তারকা ডিফেন্ডার মামুনুর রহমান চয়নের কথা, ‘এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলো যতটা সুযোগ-সুবিধা পায়, আমরা তা পাই না। শক্তিশালী দলগুলোর বিপক্ষে তেমন প্রস্তুতি ম্যাচ খেলারও সুযোগ পাই না আমরা। চীন-জাপানের মতো সুযোগ-সুবিধার পাশাপাশি আরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারলে আমাদের খুব উপকার হতো।’ 

টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
চ্যাম্পিয়নস লিগ, সেমিফাইনালভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
দুই মাস পর ইলিশ ধরা শুরু
দুই মাস পর ইলিশ ধরা শুরু
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস