X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

মেরিনার্সকে হারিয়ে মোহামেডানের জয়োল্লাস 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ এপ্রিল ২০২৪, ২০:০১আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ২০:০১

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে দারুণ এক জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সোমবার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে জয়োল্লাসে মেতে উঠেন জিমি, ইমন, আমিরুল, নয়নরা। 

তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এই ম্যাচে সাদা-কালোদের হয়ে দ্বীন ইসলাম ইমন, আমিরুল ইসলাম এবং মালয়েশিয়ান ফায়জাল বিন সারি একটি করে গোল করেছেন। অপর দিকে মেরিনার্সের অধিনায়ক ফজলে হোসেন রাব্বি ও আবেদ উদ্দিন গোল করেও দলকে জেতাতে পারেননি।

সুপার সিক্স পর্ব যতই ঘনিয়ে আসছে, ততই উত্তেজনার পারদ আকাশে চড়ছে। খেলোয়াড়দের মধ্যে ঠুনকো বিষয়ে হচ্ছে কথা কাটাকাটি। হাতাহাতির ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। আম্পায়ারদেরও সিদ্ধান্ত নিতে ভিডিও আম্পায়ারের দ্বারস্থ হতে হচ্ছে বারংবার। এতে করে এক ঘণ্টার ম্যাচে সময় ব্যয় হচ্ছে আড়াই থেকে তিন ঘণ্টা। আজ মোহামেডান-মেরিনার্সের ম্যাচেও একই অবস্থার সৃষ্টি হয়েছে। শেষ কোয়ার্টার শেষ হতে সময় লেগেছে ৫৫ মিনিট।

খেলার প্রথম কোয়ার্টারের ১১ মিনিটে দ্বীন ইসলাম ইমনের ফিল্ড গোলে এগিয়ে যায় মোহামেডান (১-০)। দ্বিতীয় কোয়ার্টারের ২৭ মিনিটে সমতায় ফেরে মেরিনার্স। ফজলে হোসেন রাব্বির ফিল্ড গোলে ১-১ সমতায় শেষ হয় দ্বিতীয় কোয়ার্টার। তৃতীয় কোয়ার্টারের ৩৯ মিনিটে আবেদের ফিল্ড গোলে এগিয়ে যায় মেরিনার্স (১-২)। মিনিট তিনেক পর ফয়জাল বিন সারির ফিল্ড গোলে সমতায় ফেরে মোহামেডান (২-২)। ম্যাচের জয়সূচক গোলটি আসে চতুর্থ ও শেষ কোয়ার্টারের ৫৪ মিনিটে। মোহামেডানের তরুণ ডিফেন্ডার আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে পূর্ণ পয়েন্ট এনে দেন (৩-২)।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল, বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল, বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা