X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

‘রাজনীতি খেলাটাকে পিছিয়ে দিচ্ছে’

তানজিম আহমেদ
১৭ এপ্রিল ২০২৪, ১৯:৫৬আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৯:৫৬

একদিন পরই আবাহনী লিমিটেডের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ। দলের বড় তারকা রাসেল মাহমুদ জিমি হলুড কার্ডের খড়গে পরে ম্যাচটি খেলতে পারবেন না। ক্লাবের পক্ষ থেকে তাকে খেলার সুযোগ করে দেওয়ার জন্য ফেডারেশনের কাছে চিঠিও দেওয়া হয়েছে। এনিয়ে মোহামেডানের মালয়েশিয়ান কোচ ইমান গোপিনাথনের দুশ্চিন্তা কম নয়। এরই ফাঁকে জাতীয় দলের সাবেক কোচ দেশের হকি নিয়ে নানান কথা শোনালেন। কথার বেশিরভাগ জুড়ে আফসোসই ঝরলো।

২০১৮ সালে ইন্দোনেশিয়ার এশিয়ান গেমসে বাংলাদেশ হকি দলের দায়িত্বে ছিলেন গোপিনাথন। সেবারই প্রথম কোচ হয়ে ঢাকায় আসা। এর তিন বছর পর বিকেএসপির কোচ হয়ে নতুন মিশন নিয়ে কাজ করেন। সেখানে ছেলে ও মেয়ে দুই বিভাগে ভালোই অভিজ্ঞতা অর্জন হয়েছে। আর এবার ক্লাব হকিতে সাদা কালো দলটির হয়ে হাল ধরেছেন।

বাংলাদেশে বেশ কয়েক বছর হকির বিভিন্ন সেক্টরে কাজ করে গোপিনাথনের নানান অভিজ্ঞতা হয়েছে। একটা বিষয় তার কাছে পরিষ্কার হকিতে 'রাজনীতি' বেশ চলে!

গোপিনাথনের ভাষায়, ‘এখানে (হকিতে) সব জায়গায় রাজনীতি চলে। সত্যি বলতে এখানকার হকি পিছিয়ে যাচ্ছে শুধুমাত্র রাজনীতির কারণে। সবাই শুধু নিজেদের স্বার্থ দেখতে চায়। সামগ্রিকভাবে হকিকে এগিয়ে নেওয়ার চিন্তা কম।’

হকি লিগ হয় থেমে থেমে। তাও অনেক চেষ্টা, তদবিরের পর। এবার তো নানান সমস্যায় জর্জরিত লিগ। গোপিনাথন হতাশা প্রকাশ করে বলেছেন, ‘আড়াই বছর পর লিগ হচ্ছে।  এটা চিন্তা করলেই অবাক লাগে। কেন এমন হবে! যারা ক্লাব কিংবা ফেডারেশন চালাচ্ছে তাদের এটা বোঝা উচিত। এভাবে হকির উন্নয়ন করা কঠিন।’

ক্লাব ও ফেডারেশনের কর্মকর্তারা প্রায় একই। তাই মাঠের খেলাতে এর প্রভাব পড়ছে। মালয়েশিয়ান কোচের বক্তব্য, ‘মাঠের খেলাতে যেভাবে সমস্যা হচ্ছে, তাতে করে আমার মনে হয় ফেডারেশনের বাইরে থেকে লিগ পরিচালনা করা উচিত। এতে করে যদি লিগটা সুষ্ঠভাবে হয়। পরিস্থিতির উন্নতি হয়।’

এবার লিগে আম্পায়ারিং নিয়ে নানান সমালোচনা চলছে। বিদেশি ম্যাচ অফিসিয়াল এসেও এর ঊর্ধ্বে থাকতে পারছেন না।

গোপিনাথনের ক্ষোভ এই জায়গাতে, ‘বিদেশি রেফারি এসেও ভালো আম্পায়ারিং করতে পারছে না। ওমান আর শ্রীলঙ্কা কি হকিতে সমৃদ্ধ দল! কেন ভারত, মালয়েশিয়া, জাপান কিংবা অন্য জায়গা থেকে ভালো মানের আম্পায়ার আনা হয়নি? আমাকে বললে তো ভালোমানের আম্পায়ার এনে দিতে পারি। অর্থ বেশি লাগার কথা ছিল না। এছাড়া সবাই আইন কানুন সম্পর্কে সচেতন নয়। অনেক দিন পর লিগ হলে এমন হয়। এভাবে হলে উন্নতি কঠিন।’

তবে ঢাকার লিগে প্রতিদ্বন্দ্বিতা দেখে গোপিনাথনের ভালো লেগেছে, ‘চার ক্লাব লড়াই করছে শিরোপার জন্য। স্থানীয়দের সঙ্গে বিদেশিরাও ভালো খেলছে। লিগটা ভালো মানের বলবো। তবে সমস্যা হলো আম্পায়ারিং। জানি না আবাহনীর বিপক্ষে রেফারেলেও যদি ভালো আম্পায়ার না থাকে তাহলে যে কী হবে!'

বাংলাদেশ জাতীয় দলে আবারও কাজ করার অভিপ্রায়টা জানিয়ে রেখেছেন গোপিনাথন, ‘লাল সবুজ দলের হয়ে আবারও কাজ করতে চাই। বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ির মতো। এখানে সব বিভাগে কাজ করে সবকিছুই বলতে গেলে আমার জানা আছে। লোকজনও ভালো। খেলোয়াড়দের মধ্যে শেখার ইচ্ছা কম নয়। তাই সুযোগ পেলে কাজ করার অভিপ্রায়টা জানিয়ে রাখলাম।’

মোহামেডানের দায়িত্ব শেষ করে কুয়ালালামপুরে প্রিমিয়ার লিগে ক্লাবের হয়ে নতুন করে কাজ শুরু করবেন। তবে গোপিনাথনের মন পড়ে থাকবে বাংলাদেশে। এটা তো বলেই দেওয়া যায়!

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
১০৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৭৭ জনের প্রার্থিতা প্রত্যাহার
উপজেলা পরিষদ নির্বাচন১০৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৭৭ জনের প্রার্থিতা প্রত্যাহার
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড