X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শেষ দিনে সাকিবই ভরসা!

রবিউল ইসলাম, শ্রীলঙ্কা (গল) থেকে
১০ মার্চ ২০১৭, ২১:০০আপডেট : ১১ মার্চ ২০১৭, ১০:৫৪

সাকিব আল হাসান সম্প্রতি সাকিব আল হাসানের ব্যাটিং নিয়ে প্রশ্ন অনেক উঠেছে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বাজে শট খেলে আউট হওয়াটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। নিউজিল্যান্ড হয়ে ভারত, এর পর শ্রীলঙ্কাতেও এই ধারা অব্যাহত রেখেছেন তিনি। হায়দরাবাদ টেস্টের মাঝে সংবাদ সম্মেলনে তো সরাসরিই ঘোষণা দিয়েছিলেন ব্যাটিংয়ের ধরন কোনোভাবেই পাল্টাবেন না তিনি। আগে যেভাবে খেলে রান পেয়েছেন সেভাবেই খেলবেন বলে জানান সাকিব।

শুক্রবার অবশ্য গল টেস্টের চতুর্থ দিনে গলার স্বরটা একটু পরিবর্তন হয়েছে সাকিবের। সতীর্থদের পাশাপাশি নিজেও পরিস্থিতি বিবেচনা করে ব্যাটিং করবেন বলে জানিয়েছেন। সাকিবের এমন কথার পর আশাবাদী চাইলে হওয়াই যায়। কেন না পরিসংখ্যান সাকিবের পাশেই!

বাংলাদেশকেও শনিবার এই সাকিবের উপরই ভরসা রাখতে হচ্ছে। কেন না বাংলাদেশ এখন পর্যন্ত চতুর্থ ইনিংসে ব্যাটিং করে যে চারটি টেস্ট ড্র করেছিল, তার দুটিতেই খেলেছিলেন সাকিব। চতুর্থ ইনিংসে তার ব্যাটিং দৃঢ়তায় ম্যাচ জিতেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৪৬ ও কিউইদের বিপক্ষে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলে ম্যাচটি ড্র করান সাকিব। সেই সাকিবকেই আবারও এগিয়ে আসতে হবে ম্যাচ বাঁচাতে গেলে।

এদিকে লঙ্কানদের বিপক্ষে গল টেস্ট জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। কেন না গলে সর্বোচ্চ তাড়া করার রেকর্ড পাকিস্তানের। সেই রান মাত্র ৯৯। ২০১৫ সালে ১০ উইকেটে জিতেছিল পাকিস্তান এই গলেই। এই ম্যাচটি তাই বাংলাদেশকে জিততে গেলে রেকর্ড করেই জিততে হবে। গলে প্রথম ইনিংসে ব্যাটিং করা দলই বেশিরভাগ ম্যাচ জিতেছে। সব মিলিয়ে তাই শনিবার কঠিন সময় অপেক্ষা করছে বাংলাদেশের সামনে।

এই ম্যাচে সাকিব হয়ে উঠতে পারেন ম্যাচের নায়ক! বড় ম্যাচে বড় কিছু করে সাকিব এর আগেও করেছেন। বাংলাদেশ চতুর্থ ইনিংসে ব্যাটিং করে এখন পর্যন্ত দুটি ম্যাচ জিতেছে। যার একটিতে সাকিবের অবদান রয়েছে। ২০০৯ সালে গ্রানাডাতে ৯৬ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে চার উইকেটের জয় পাইয়ে দিয়েছিলেন।

তবে সাকিবের শুরুর আগে দলের শীর্ষ তিন ব্যাটসম্যানকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। সেক্ষেত্রে প্রথম সেশনটি তামিম ও সৌম্যকে কাটাতেই হবে। এরপর মুমিনুল ও মুশফিক ইনিংসটাকে টেনে নিয়ে যেতে পারলে সাকিবের পক্ষে কিছু করা সম্ভব হবে। নয়তো পঞ্চম দিনের শেষ সেশনের আগেই হার চোখ রাঙাবে বাংলাদেশকে। সাকিবও এটা মনে করেন, ‘দিনের প্রথম সেশনটা অনেক গুরুত্বপূর্ণ। আজকের মতো কালকেও যদি তামিম ও সৌম্য মিলে শুরুটা করতে পারেন। তাহলেই আমরা জয় না হোক অন্তত ড্র করতে পারব।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন