X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় পৌঁছে গেছেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
১৮ মার্চ ২০১৭, ২১:১৫আপডেট : ১৮ মার্চ ২০১৭, ২১:১৭


শুভাগত ও সানজামুলের সঙ্গে মাশরাফি
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সীমিত ওভার ক্রিকেটের অধিনায়ক মাশরাফি শনিবার সন্ধ্যায় শ্রীলঙ্কায় এসে পৌঁছেছেন। নুরুল হাসান, শুভাগত হোম ও সানজামুল ইসলামও এসেছেন তার সঙ্গে।

রবিবার কলম্বো টেস্টের পঞ্চম ও শেষ দিন। এরপর একদিন বিশ্রাম নিয়ে টাইগাররা শুরু করবে ওয়ানডে সিরিজের প্রস্তুতি। সোমবার পুরো দলের অনুশীলনের সূচি না থাকলেও দলে যোগ দেওয়া ক্রিকেটারদের নিয়ে ঐচ্ছিক অনুশীলন পর্ব যে থাকবে, এটা নিশ্চিত।

শনিবার দুপুরে দেশ ছেড়ে আসার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মাশরাফি। সেখানে ওয়ানডে সিরিজে নিজেদেরে এগিয়ে থাকার বিষয়টি উল্লেখ্য করে মাশরাফি বলেছেন, ‘সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজটি জেতা সম্ভব। আমরা যে কয়েকটা সিরিজ আগে জিতেছি, বেশিরভাগ জায়গায় ভালো করেছি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে। যে সব ম্যাচে হেরেছি তিন বিভাগেই খারাপ করেছি। আমাদের টিম সব বিভাগে ভালো করতে পারলে সিরিজ জেতা অবশ্যই সম্ভব।’

বিমানে উঠার আগে মুস্তাফিজের পুরোপুরি সুস্থ হওয়াটাকে দলের জন্য ভালো সংবাদ হিসেবে উল্লেখ করেছেন তিনি। মাশরাফি যখন বিমানে, তখন মুস্তাফিজ তার কাটারের বিষে নীল করে দিয়েছিলেন লঙ্কান ব্যাটসম্যানদের। শনিবার ১৯ ওভারে ৫২ রান খরচ করে তিনটি উইকেট নিয়েছেন এই পেসার। মাশরাফি আজকের পারফরম্যান্সের আগেই মুস্তাফিজের ব্যাপারে বলেছিলেন, ‘মুস্তাফিজ আমাদের সেরা বোলার। ওকে ওর সেরা অবস্থায় পাওয়া আমাদের জন্য সবসময় বিরাট সুবিধার, অন্য টিমের জন্য তেমনি অসুবিধার। আশা করব টেস্ট সিরিজ খেলার পর যথাযথ বিশ্রাম নিয়ে ফিট থাকবে এবং সেরাটাই দেবে, যেটা সবসময় ও দিয়ে এসেছে।’

ওয়ানডে সিরিজের আগে ২২ মার্চ একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। এরপর ২৫ মার্চ থেকে শুরু হবে টাইগারদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

/আরআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট