X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘বাংলাদেশের বিপক্ষে হারটা হবে লজ্জাজনক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৭, ২১:৩৪আপডেট : ১৮ মার্চ ২০১৭, ২১:৪৭

দিমুথ করুণারত্নে কলম্বো টেস্টের চতুর্থ দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার সামনে তাই চোখ রাঙাচ্ছে হার। টেস্টে বাংলাদেশের বিপক্ষে এমন পরিস্থিতির সামনে পড়তে হয়নি তাদের কখনও। তাই হারটা ‘লজ্জাজনক’ হবে বলেই মন্তব্য করেছেন দিমুথ করুণারত্নে।

কলম্বো টেস্ট দিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা পাঁচদিনের ক্রিকেটে মুখোমুখি হয়েছে ১৮বারের মতো। আগের ১৭বারের সাক্ষাতে শুধু হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। শুধুমাত্র দুটো ম্যাচ তারা শেষ করতে পেরেছিল ড্র করে, তাছাড়া বাকি ১৫ম্যাচেই হারতে হয়েছে লঙ্কানদের বিপক্ষে। সেই দলের বিপক্ষেই এবার জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কা ১৩৯ রানের লিড নিলেও হাতে আছে মোটে ২ উইকেট। তাই লক্ষ্যটা ১৬০ রানের মধ্যেই রাখতে চাইছে বাংলাদেশ।

কঠিন এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন সেঞ্চুরিয়ান করুণারত্নে। দলের বর্তমান পরিস্থিতি তিনি খুব ভালো করেই ‍বুঝছেন। তাই হারের কথা উঠতেই বলে ফেললেন, ‘ঘরের মাটিতে আমরা সবশেষ খেলা ছয় টেস্টেই জিতেছি। আর বাংলাদেশের বিপক্ষে টেস্টে হারিনি কখনও। স্বাভাবিকভাবেই এটা (হার) হবে ভীষণ লজ্জাজনক।’

‘লজ্জাজনক’ এই পরিস্থিতির সামনে যাতে পড়তে না হয়, সে জন্য ঘুরে দাঁড়ানোর কথাও শোনালেন এই ব্যাটসম্যান, ‘আমরা ভুল করেছি, এখন সেগুলো শুধরাতে হবে। আমরা সবাই জানি কোথায় ভুল হয়েছে, আর এটাও নিশ্চিত ম্যাচ বাঁচাতে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াব।’

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়