X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
৩১ মার্চ ২০১৭, ১৯:১৩আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১৯:১৬

আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বাংলাদেশ বাংলাদেশের জন্য শনিবারের শেষ ওয়ানডে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজ জিততে হলে শনিবারের ম্যাচটি অবশ্যই জিততে হবে মাশরাফিদের। হেরে গেলে, শিরোপা ভাগাভাগি করবে দুই দল। এমন সমীকরণ সামনে রেখে স্বাগতিকদের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার কথা জানালেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ম্যাচের আগে মাশরাফি বলেছেন, ‘সতর্ক থেকে খেলা খুব কঠিন। কারণ সতর্ক থেকে খেললে, সেরাটা খেলা সম্ভব হয় না। হয় রক্ষণাত্মক খেলতে হবে নয়তো আক্রণাত্মক থাকতে হবে। রক্ষণাত্মক থাকলে আপনি ক্রিকেট ম্যাচ জিততে পারবেন না।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘টেস্ট-ওয়ানডে মিলিয়ে দল এখানে টানা দুই ম্যাচ জিতেছে। যে পরিকল্পনায় আমরা খেলেছি, সেই পরিকল্পনায় খেলাটা খুব জরুরি। আমি সব সময়ই চাইবো, আক্রমণাত্মক ক্রিকেটটাই যেন আমরা খেলতে পারি।’

শনিবারে ম্যাচটিতে কঠিন লড়াই হবে বলে মনে করেন মাশরাফি। বাংলাদেশকে ব্যাটিংয়ে ভালো করতে হলে দুই-তিনটি ভালো জুটির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, ‘ওয়ানডে সব সময় চ্যালেঞ্জিং। যদি দুই-তিনটা ভালো জুটি হয় তখন খেলা পরিবর্তন হয়ে যায়। ওয়ানডেতে এটা বেশি হয়। আমি আশা করছি না যে, খেলা সহজ হবে। ম্যাচ কঠিন হবে। জিততে হলে আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হবে; যেটা আমরা খেলে আসছি।’

জেতার ক্ষেত্রে দায়িত্ব ভাগ করে দিতে নারাজ মাশরাফি। সিনিয়র-জুনিয়রদের সম্মিলিত প্রচেষ্টাতেই ম্যাচ জিততে হবে, ‘প্রতিটি ম্যাচেই দায়িত্ব থাকে। অবশ্যই সিনিয়রদের একটা দায়িত্ব আছে। জুনিয়রদেরও দায়িত্ব আছে, তার কাছেও অনেক প্রত্যাশা আছে। ওরা যেভাবে খেলছে, এটা দারুণ। আমরা চাইবো ওরা (জুনিয়র) যেন বারবার এর পুনরাবৃত্তি করে।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ