X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টি ট্রফিতে চোখ থারাঙ্গার

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
০৩ এপ্রিল ২০১৭, ২০:৪৮আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ২১:৫৮

শ্রীলঙ্কার অধিনায়ক উপুল থারাঙ্গা টেস্ট ও ওয়ানডে সিরিজ ড্র হওয়ার পর বাংলাদেশ ও শ্রীলঙ্কা এখন টি-টোয়েন্টি সিরিজের দিকে তাকিয়ে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিততে মরিয়া দু’দলই। ঘরের মাঠে এই ট্রফি কিছুতেই ভাগাভাগি করতে রাজি নন উপুল থারাঙ্গা।

সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান অধিনায়কের মন্তব্যেই তা পরিষ্কার।  তিনি বলেছেন, ‘দুই দলই দুটি সিরিজ ভাগাভাগি করেছে। এবার ওরা টি-টোয়েন্টি সিরিজ জিততে চায়, আর আমরাও দুটি ম্যাচ জিততে চাই। ইতিহাস আমাদের পক্ষে, টি-টোয়েন্টিতে আমরা ভালো দল।’

আগের দুটো টি-টোয়েন্টি সিরিজ খুব ভালো কেটেছিল শ্রীলঙ্কার। এ বছর দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে দিয়েছে তারা। এবার সামনে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে আফগানিস্তানের চেয়েও পিছিয়ে থাকা বাংলাদেশ। এই সিরিজও জিততে যথেষ্ট আত্মবিশ্বাসী থারাঙ্গা, ‘আমরা দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছি। তারা এই মুহূর্তে অন্যতম সেরা দল। টি-টোয়েন্টিতে আমরাও ভালো দল। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে দলের সবাই আত্মবিশ্বাসী।’

এখন জাতীয় দলের হয়ে শুধু টি-টোয়েন্টি খেলেন শ্রীলঙ্কার গতিতারকা লাসিথ মালিঙ্গা। টি-টোয়েন্টি সিরিজে তাকে পেয়ে দারুণ সমৃদ্ধ হয়েছে স্বাগতিকদের বোলিং আক্রমণ। ওদিকে ওয়ানডে দলে ‍না থাকলেও টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান চামারা কাপুগেদারা। সর্বশেষ টি-টোয়েন্টি দলে না থাকা অলরাউন্ডার থিসারা পেরেরাও আছেন এবার। সব মিলিয়ে দল বেশ ভারসাম্যপূর্ণ বলে মনে করেন থারাঙ্গা, ‘আমাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। লাসিথ মালিঙ্গা ফিরেছে। আছে কুলাসাকারা, থিসারা পেরেরা, কাপুগেদারা। টি-টোয়েন্টিতে আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ।’

কাপুগেদারা-থিসারা পেরেরা ছাড়াও শ্রীলঙ্কা দলে আছেন দিলশান মুনাবিরা, দানুশকা গুনাতিলাকা, সেকুগে প্রসন্নর মতো ‘বিগ হিটার’। থারাঙ্গা তাই দলের ব্যাটিং নিয়ে বেশ নির্ভার, ‘আমাদের দলে পাওয়ার ক্রিকেট খেলার মতো কয়েকজন দারুণ ব্যাটসম্যান আছে। তারা যে কোনও মুহূর্তে ম্যাচের পরিস্থিতি বদলে দেওয়ার ক্ষমতা রাখে।’

/আরআই/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা