X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রুবেলের দলে না থাকাটাও মাশরাফির অবসরের কারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
০৫ এপ্রিল ২০১৭, ০২:১৪আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ০২:২৫

রুবেলের দলে না থাকাটাও মাশরাফির অবসরের কারণ টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন মাশরাফি। কারণ হিসেবে রুবেল হোসেনের প্রসঙ্গ টেনে এনেছেন বাংলাদেশের অধিনায়ক। মাশরাফি মনে করেন, তার কারণেই টি-টোয়েন্টিতে সফল হওয়া স্বত্ত্বেও খেলতে পারছেন না রুবেল!

নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে ৭ উইকেট পেয়েছিলেন রুবেল। ভালো করার পরও লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই তিনি। তার না থাকাটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না মাশরাফি। আর এই কারণেই হুট করে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। রুবেলের প্রসঙ্গ টেনে মাশরাফি বলেছেন, ‘‌আমাদের পেসারদের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। রুবেল শেষ সিরিজে ৭ উইকেট নিয়েছিল, কিন্তু এই সিরিজে ও স্কোয়াডেই নেই। যখন আমি দেখলাম ও দলে নেই, সেটা আমাকে খুব আঘাত করেছে। মনে হলো ও (রুবেল) আমার জন্য খেলতে পারছে না। তখন এটা আমার জন্য সহজ সিদ্ধান্ত ছিল।’

কথাটা শেষ করেই বলতে শুরু করবেন আবার, ‘শুধু আমার জন্যই রুবেল থাকতে পারেনি। যদি আমি অধিনায়ক না থাকতাম, তাহলে রুবেল খেলতে পারতো। আমার চেয়ে ওর পারফরম্যান্স ভালো। আমি মনে করি ওর থাকা উচিত। আমার কাছে মনে হয়েছে, এটাই সেরা সময় আমাদের নতুন ক্রিকেটারদের তৈরি করার জন্য। বড় মঞ্চের জন্য তারা যেন ধীরে ধীরে প্রস্তুত হতে পারে, এটা মাথায় কাজ করেছে।’

মাশরাফি মনে করেন, তরুণ খেলোয়াড়দের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এটাই সবচেয়ে ভালো সময়, ‘এটা আমাদের তরুণ বোলারদের গড়ে তোলার জন্য সঠিক সময়। টি-টোয়েন্টিতে খেলে কিছু অভিজ্ঞতা নিয়ে ওয়ানডে, টেস্টের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে। আমার সিদ্ধান্তে পেছনে এটি আরেকটি বড় ব্যাপার।’

মাশরাফির আশা তরুণরা একসঙ্গে খেলতে খেলতে টি-টোয়েন্টিতে ভালো দল হয়ে উঠবে। আগামী বিশ্ব টি-টোয়েন্টিতে বাংলাদেশ দারুণ এক দল হয়ে উঠবে বলে তার বিশ্বাস, ‘টি-টোয়েন্টিতে এখন্ই আমরা বেশ ভালো জায়গাতে আছি। ছোট-খাটো জায়গায় ভুল না করলে আমরা ভালো টিম হয়ে উঠছি। হয়তো বলতে পারেন অন্য দেশের মতো কয়েকটা বিগ হিটার নেই।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘তারপরও আমাদের টপ অর্ডারে যারা আছে, তারা যদি মনোযোগী হলে আরও ভালো করবে। আরও বেশ কিছু খেলোয়াড় আছে। মুস্তাফিজ আছে, তাসকিন আছে, মিরাজ উঠে আসছে। এখন যারা উঠে আসছে, এরা যদি আরও একটু অভিজ্ঞ হয়, তাহলে এখন যতটা ভালো করছি, পরবর্তী বিশ্বকাপে আমরা এর চেয়ে ভালো করব।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া