X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মাশরাফিকে নিয়ে সাকিব যা বললেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৭, ২৩:৫৭আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ০০:০০

মাশরাফিকে নিয়ে সাকিব যা বললেন মাশরাফি নামটা বাংলাদেশের ক্রিকেটের জন্য কত বড় কিংবা দলের জন্য তিনি কতটা গুরুত্বপূর্ণ, সেটা মুখে বোঝাতে পারলেন না সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

আন্তর্জাতিক ক্রিকেটের শুরু থেকে পাশে পেয়েছেন তাকে। চেনা-জানাটা তারও আগে থেকে। সেই মাশরাফি বিন মর্তুজার টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে কষ্টের চোরাস্রোত বইছে সাকিব আল হাসানের মনে। মাশরাফি নামটা বাংলাদেশের ক্রিকেটের জন্য কত বড় কিংবা দলের জন্য তিনি কতটা গুরুত্বপূর্ণ, সেটা মুখে বোঝাতে পারলেন না সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

বাংলাদেশের জার্সিতে শেষ টি-টোয়েন্টি ম্যাচে নেমেছিলেন মাশরাফি। অধিনায়কের বিদায়টা জয় দিয়ে রাঙিয়ে দেওয়ার যে শপথ নিয়ে নেমেছিলেন সাকিবরা, সেটা সত্যি করে তুলেছেন ৪৫ রানের জয়ে। আর এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাকিব নিজেই। দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্সে জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। ওই পুরস্কার হাতে তোলার পর মাশরাফির বিয়ষে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ম্যাচ নিয়ে কথা শেষে পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থাপনার দায়িত্বে থাকা ধারাভাষ্যকার রোশান আবিসিংহে প্রশ্ন করেছিলেন মাশরাফিকে নিয়ে। অধিনায়কের বিদায়ের বিষন্নতা সাকিবের মুখে যেন আরও গাঢ় হয় প্রশ্নটাতে। একজন মাশরাফির প্রয়োজনীয়তা তিনি কিভাবে বোঝাবেন শ্রীলঙ্কান ধারাভাষ্যকারকে! নিজেকে গুছিয়ে নিয়ে বলতে শুরু করলেন, ‘মাশরাফি অনন্য। দলে তার গুরুত্ব কতটা, এটা আসলে আমি বলে বোঝাতে পারব না।’

আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকে মাশরাফিকে পেয়েছেন সতীর্থ হিসেবে। যদিও চেনা-জানাটা যে আরও আগে থেকে সেটাও জানিয়ে রাখলেন এই অলরাউন্ডার পরের কথায়, ‘ক্যারিয়ারের শুরু থেকে তাকে পেয়েছি। আসলে তাকে চিনি আমি আন্তর্জাতিক ক্রিকেট শুরু হওয়ার আরও অনেক আগে থেকে। তাকে ভীষণ মিস করব।’ সেই ‘মিস’টা যে শুধু টি-টোয়েন্টিতে, সেটাও মনে করিয়ে দিলেন সাকিব, ‘তার ভবিষ্যতের প্রতি শুভকামনা রইল। অবশ্য ওয়ানডেতে আমরা তাকে পাচ্ছি, আর সেখানে তিনি বড় ভূমিকা রাখবেন।’

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়