X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ডি ভিলিয়ার্সের লক্ষ্য ২০১৯ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০১৭, ১১:৪৩আপডেট : ১২ জুন ২০১৭, ১১:৪৪

ডি ভিলিয়ার্সের লক্ষ্য ২০১৯ বিশ্বকাপ চাপে ভেঙে পড়া- দক্ষিণ আফ্রিকার গায়ে সেঁটে যাওয়া তকমাটাই যেন বাণী চিরন্তনী হয়ে দেখা দিচ্ছে। যার প্রমাণ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও দেখা মিললো আবার। ভারতের কাছে ধরাশায়ী হয়েই বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকে। এমন ব্যর্থতার পরেও আসন্ন ২০১৯ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে মুখিয়ে আছেন প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। অবশ্য এর পেছনে নিজস্ব ব্যাখ্যাও দিয়ে রেখেছেন তিনি, ‘আমি ভালো একজন অধিনায়ক। তাই এই দলকেই আমি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি বিশ্বাস করি দলকে বিশ্বকাপ জেতাতে পারবো।’

সেই ২০১১ সাল থেকে সীমিত ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন ডি ভিলিয়ার্স। এর মাঝে ২০১৩ সালে টি-টোয়েন্টির দায়িত্ব ছেড়ে দেন। টেস্ট বহুদিন না খেললেও ওয়ানডেতেই আপাতত মনোনিবেশ করেছেন। লক্ষ্য একটাই- দলকে বিশ্বকাপ জেতাতে মরিয়া প্রোটিয়া এই তারকা। এখন পর্যন্ত আইসিসির ১৩টি ইভেন্টে খেলেছেন। যাতে নেতৃত্ব দিয়েছেন ৫টিতে। তাতেও দলকে সেভাবে কিছু দিতে পারেননি ডি ভিলিয়ার্স। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ডি ভিলিয়ার্স বলেছেন, ‘আমরা সবকিছুই পূরণ করার চেষ্টা করেছি। এ নিয়ে কোনও সন্দেহ নেই। আমরা ক্যাম্পের পর ক্যাম্প করেছি। নেটে কঠোর অনুশীলনও করেছি। একে অন্যের ওপর বিশ্বাস রেখেছি, কিন্তু কেন জানি বিষয়গুলো এভাবেই হয়ে যাচ্ছে।’

বাজে ব্যাটিংয়ের উদাহরণ রাখলেও প্রোটিয়া এই তারকা এটা মানতে নারাজ যে- তারা চাপে ভেঙে পড়েছেন, ‘আমার মনে হয়েছে দল ভালোভাবেই প্রস্তুত ছিল। মানসিক দিক দিয়ে কোনও কিছু হারানোর মতো অবস্থায় ছিলাম না। হয়তো কিছু ভুল আমাদের আজকের এই দশার জন্য দায়ী।’

/এফআইআর/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া