X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পরিকল্পনা করেই সাব্বিরের আক্রমণাত্মক ব্যাটিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
০৪ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৮

আগ্রাসী ব্যাটিং করে সাব্বিরই ম্যাচে ফিরিয়েছেন বাংলাদেশকে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ক্রিজে নেমেই অতিথি বোলারদের ওপর চড়াও হয়েছিলেন সাব্বির রহমান। তার আগ্রাসী ব্যাটিংয়ে তিনজন ফিল্ডারকে সীমানার কাছাকাছি নিয়ে যান অধিনায়ক স্টিভেন স্মিথ। ৬৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলা সাব্বির দিনশেষে জানালেন, রীতিমতো পরিকল্পনা করেই আক্রমণাত্মক ব্যাটিং করেছিলেন তিনি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা সাব্বির বলেছেন, ‘আসলে মানসিকতা খুব গুরুত্বপূর্ণ। আমি অনেক অনুশীলন করি, তবে ম্যাচ তেমন খেলিনি বলে অভিজ্ঞতা বেশি নেই। এ ধরনের উইকেটে নিজের মতো খেলে রান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। টিকে থাকার লক্ষ্য নিয়ে খেললে হয়তো অনেক আগেই আউট হয়ে যেতাম। যতক্ষণ ক্রিজে থাকি, চেষ্টা করি রান বাড়িয়ে নেওয়ার। আরও কিছু রান করতে পারলে ভালো হতো। তবে দলকে যা দিতে পেরেছি, তাতেই খুশি।’

১১৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে ম্যাচে ফেরানোর কৃতিত্ব সাব্বির ও অধিনায়ক মুশফিকুর রহিমের। ষষ্ঠ উইকেটে দুজনের ১০৫ রানের জুটির সৌজন্যে দিনশেষে স্বাগতিকদের মুখে হাসি। মুশফিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাব্বিরের মন্তব্য, ‘উইকেটের সঙ্গে তেমন মানিয়ে নিতে পারিনি, তবে নিজের মতো খেলেছি। মুশফিক ভাইকে সাপোর্ট করাই ছিল আমার প্রথম দায়িত্ব। মুশফিক ভাই ৫০টির বেশি টেস্ট খেলেছেন, আর এটা আমার মাত্র অষ্টম টেস্ট। সঙ্গে মুশফিক ভাইয়ের মতো একজন সিনিয়র ক্রিকেটার থাকলে কাজ অনেক সহজ হয়ে যায়।’

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে চার নম্বরে খেলে সাফল্য পেয়েছিলেন সাব্বির, ৪২ ও ৪১ রানের দুটো কার্যকর ইনিংস খেলে শততম টেস্টে টাইগারদের এনে দিয়েছিলেন স্মরণীয় জয়। ঢাকা টেস্টেও চার নম্বরে নেমেছিলেন, কিন্তু দুই ইনিংসেই ব্যর্থ হওয়ায় চট্টগ্রামে পাঠানো হলো ৭ নম্বরে। আর সাতে নেমেই তিনি সফল! তবে যেখানেই খেলুন, সাব্বিরের কাছে দলীয় সাফল্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ‘শততম টেস্টে চার নম্বরে নেমে চল্লিশের ওপরে দুটো ইনিংস খেলেছিলাম। চার নম্বরে খেলে শূন্য করি বা ১০০, সেটা কোনও ব্যাপার নয়। মানসিকভাবে কীভাবে নিজেকে সেট করতে পারি, সেটাই গুরুত্বপূর্ণ। একটা শূন্য করেছি বলে সাতে নেমেছি, এমন নয়। দলের কম্বিনেশনের জন্যই সাতে নেমেছি।’

সম্প্রতি বাংলাদেশ দলের তরুণদের পারফরম্যান্সে যেন ভাটার টান। সাব্বিরের প্রত্যাশা, সিনিয়রদের পাশাপাশি তরুণরাও জ্বলে উঠে অবদান রাখবেন দলের সাফল্যে, ‘আমাদের দলের প্রত্যেককে রানের জন্য চেষ্টা করতে হবে। কারও দিন ভালো যায়, কারও বা খারাপ। সাকিব ভাই, মুশফিক ভাই, তামিম ভাইদের সময়টা ভালো যাচ্ছে বলে রান করতে পারছেন। তরুণদের সময় খারাপ যাচ্ছে। দুঃসময় কাটিয়ে উঠতে পারলে সিনিয়রদের বিশ্রাম দিতে পারবো আমরা।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’