X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ইস্কোর জোড়া গোলে বার্নাব্যুতে জয়খরা কাটলো রিয়ালের

স্পোর্টস ডেস্ক
০২ অক্টোবর ২০১৭, ০৩:০৪আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ০৩:১১

ইস্কোর জোড়া গোলে বার্নাব্যুতে জয়খরা কাটালো রিয়াল লা লিগার এ মৌসুমে রিয়াল মাদ্রিদ নিজ মাঠে জিততে পারেনি প্রথম তিন ম্যাচের একটিও। ভ্যালেন্সিয়া ও লেভান্তের সঙ্গে ড্রর পর সান্তিয়াগো বার্নাব্যুতে সর্বশেষ ম্যাচে তারা হেরেছিল রিয়াল বেতিসের কাছে। অবশেষে নিজের ঘরে জয়ের দেখা পেলো জিনেদিন জিদানের শিষ্যরা। ইস্কোর জোড়া গোলে এস্পানিওলের বিপক্ষে রবিবার বার্নাব্যুতে জয়খরা কাটালো বর্তমান চ্যাম্পিয়নরা।

জয়ের ব্যবধান ২-০ গোলের। তবে এস্পানিওল গোলরক্ষক পাউ লোপেস বাধা হয়ে না দাঁড়ালে রিয়ালের গোল হতে পারতো আরও কয়েকটি। মাত্র ২০ সেকেন্ডে সের্হিয়ো রামোসের পাসে ইস্কো বল নিয়ে ছুটে যান এস্পানিওলের গোলমুখে। কিন্তু স্প্যানিশ মিডফিল্ডারের নিচু শট ঠেকিয়ে দেন লোপেস।

২৪ মিনিটে ক্রিস্তিয়ানো রোনালদোর ক্রস থেকে রামোসের হেড রুখে দিয়ে আবার এস্পানিওলকে বাঁচান গোলরক্ষক। তবে কিছুক্ষণ পর আর রিয়ালকে থামাতে পারেননি লোপেস। ৩০ মিনিটে ডিবক্সের মধ্যে ইস্কোকে পাস দেন রোনালদো, গোলপোস্টের খুব কাছ থেকে ১-০ করেন স্প্যানিশ তারকা।

পরের ৫ মিনিটে রোনালদো দুইবার নষ্ট করেন গোলের সুযোগ। ৩১ মিনিটে  যথেষ্ট সময় পেলেও গোলবারের উপর দিয়ে বল তুলে মারেন তিনি। পরের চেষ্টায় ৩৪ মিনিটে তাকে পা দিয়ে গোলবঞ্চিত করেন আত্মবিশ্বাসী লোপেস।

রিয়ালের সুযোগ নষ্টের রাতে প্রথমার্ধের শেষ ৫ মিনিটে জেরার্দ মোরেনো দুইবার এস্পানিওলকে সমতায় ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হন। প্রথমবার তাকে রুখে দেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস। পরেরবার তার বাঁপায়ের শট পোস্টে লাগলে হতাশ হতে হয় অতিথিদের।

বিরতির পর পঞ্চম মিনিটে আবার এস্পানিওলের আক্রমণ। টনি ক্রুসের ভুলে নাভারো পোস্টের কাছ থেকে শট নেন, এবারও নাভাসের সামনে ব্যর্থ তারা। ৭০ মিনিটে রামোস বলের নিয়ন্ত্রণ হারালে এস্পানিওল ফরোয়ার্ড লিও ব্যাপ্তিস্তাও গোলমুখের সামনে শট নিতে গেলে তাকে থামান ভারানে। তাদের এমন কয়েকটি আক্রমণে জয় নিয়ে ফের শঙ্কায় পড়েছিল রিয়াল। তবে সব শঙ্কা দূর করে ৭১ মিনিটে মার্কো আসেনসিওর পাস থেকে দ্বিতীয় গোল করেন ইস্কো।

ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে অল্পের জন্য তিন নম্বর গোল হয়নি রিয়ালের। রোনালদোর ডানদিকে বাড়ানো ক্রসে হেড করেছিলেন রামোস, কিন্তু বল চলে যায় গোলবারের পাশ দিয়ে।

৭ ম্যাচে চতুর্থ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে উঠে এসেছে রিয়াল। ২১ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সেলোনা।  

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?