X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শেষ আটে ঢাকা আবাহনীর সঙ্গী শেখ রাসেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৮, ২১:১৭আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ২১:১৭

প্রথম গোলদাতা নয়নকে ঘিরে শেখ রাসেলের খেলোয়াড়দের উল্লাস। ছবি-বাফুফে তিন দলের গ্রুপ, প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন আর রানার্স-আপ উঠবে কোয়ার্টার ফাইনালে। তাই একটি ম্যাচ খেলেই স্বাধীনতা কাপের শেষ আটে জায়গা করে নিয়েছে ঢাকা আবাহনী ও শেখ রাসেল ক্রীড়া চক্র। আগামী বৃহস্পতিবার দুই দলের লড়াইয়ে নির্ধারণ হবে ‘সি’ গ্রুপের শ্রেষ্ঠত্বের পুরস্কার যাবে কার ঘরে।

শুক্রবার শেখ রাসেলের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বিজেএমসি। গ্রুপের প্রথম ম্যাচে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ২-০ গোলে বিজেএমসিকে হারিয়েছিল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তিনটি গোলই হয়েছে শেষ ১০ মিনিটে। তার আগে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে শেখ রাসেল। ১৯ মিনিটে মোনায়েম খান রাজুর ফ্রিকিক চলে যায় ক্রসবারের ওপর দিয়ে, আর ৩৯ মিনিটে রাশেদ তূর্যর ভলি বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। ৬১ মিনিটে তো আরও বড় হতাশা, খালেকুজ্জামান সবুজের শট ক্রসবারে লেগে ফিরে আসে।

অবশেষে ৮০ মিনিটে গোলের দেখা পায় শেখ রাসেল। বিজেএমসির এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড মেহবুব হোসেন নয়ন। তবে ৮৬ মিনিটে মোহাম্মদ রবিনের সফল পেনাল্টিতে সমতা নিয়ে আসে বিজেএমসি।

সবাই যখন ড্রয়ের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই গোল। ইনজুরি টাইমে বক্সের ভেতরে জটলা থেকে গোল করে শেখ রাসেলের শেষ আট নিশ্চিত করেন বদলি মিডফিল্ডার সবুজ বিশ্বাস।

অন্য ম্যাচে ঢাকা মোহামেডানকে রুখে দিয়েছে রহমতগঞ্জ, গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি। তাই ‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই এখন উন্মুক্ত। দুই ম্যাচ থেকে মোহামেডানের পয়েন্ট দুই। একটি করে ম্যাচ খেলা শেখ জামাল ধানমন্ডি ক্লাব আর রহমতগঞ্জের সংগ্রহ এক পয়েন্ট করে। আগামী বুধবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে শেখ জামাল-রহমতগঞ্জ।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা