X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

আফগানদের কাছে সিরিজ হার বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৮, ২৩:৪১আপডেট : ০৬ জুন ২০১৮, ০০:১০

নবীর ঝড়ে সহজ হয়েছে আফগানিস্তানের জয় আবারও রশিদ খানের জাদু, তাতে বশীভূত বাংলাদেশের ব্যাটসম্যানরা। মাত্র ১৩৫ রানের টার্গেট দেওয়ার পর সিরিজ বাঁচাতে বাংলাদেশি বোলারদের অবিশ্বাস্য কিছু করতে হতো। কিন্তু কিছুই করতে পারেনি তারা, দ্বিতীয় টি-টোয়েন্টি হেরেছে ৬ উইকেটে। এক ম্যাচ আগেই আফগানিস্তানের কাছে সিরিজ হারের লজ্জা পেয়েছে বাংলাদেশ।

দেরাদুনে প্রথম টি-টোয়েন্টিতে প্রথম বলেই আউট হওয়া তামিম ইকবাল এদিন চেনা রূপে ফিরেছিলেন। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে উপযুক্ত সঙ্গী পাননি তিনি ২২ গজে। রশিদের স্পিনে মাত্র ১৩৪ রান করে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে। জবাবে ১৮.৫ ওভারে ৪ উইকেটে ১৩৫ রান করে আফগানিস্তান।

আগামী বৃহস্পতিবার শেষ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ।

ফিল্ডিংয়ে বাংলাদেশের শুরুটা হতে পারতো উদযাপন দিয়ে। প্রথম ওভারেই উইকেট পেতে পারতো তারা। নাজমুল ইসলাম অপুর তৃতীয় বলে মোহাম্মদ শাহজাদের ব্যাট ছুঁয়ে মুশফিকুর রহিমের গ্লাভসের দিকে ছুটেছিল বল। কিন্তু বাংলাদেশের উইকেটরক্ষক নিতে পারেননি ক্যাচ।

অবশ্য আবু হায়দার রনি ৩৮ রানের জুটি ভাঙেন শাহজাদকে ফিরিয়ে। ১৮ বলে ৪টি চার ও ১টি ছয়ে ২৪ রান করেন আফগান ওপেনার।

তারপর বাংলাদেশ উসমান ঘানিকে ফিরিয়ে পেয়েছে দ্বিতীয় উইকেট। সামিউল্লাহ সেনওয়ারির সঙ্গে এই ওপেনার করেন ১৯ রান। ৩১ বলে ২১ রান করে মিড অফে সৌম্যর ক্যাচ হন ঘানি। উইকেট নেন রুবেল হোসেন। ১৪তম ওভারের চতুর্থ বলে স্টাম্পিং হন আসগর স্তানিকজাই (৪)।

তারপর মোহাম্মদ নবীর সঙ্গে ২৬ বলে ৩৬ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন সেনওয়ারি। ৪১ বলে ২ চার ও ৩ ছয়ে ৪৯ রান করে মোসাদ্দেক হোসেনের কাছে ১৮তম ওভারের শেষ বলে বোল্ড হন তিনি।

শেষ ২ ওভারে আফগানদের দরকার ছিল ২০ রান। বেশি সময় ক্ষেপণ করেননি নবী। ১৯তম ওভারের প্রথম পাঁচ বলে রুবেলকে দুটি করে চার ও ছয় মেরে দলকে জেতান তিনি। শফিকউল্লাহর সঙ্গে মাত্র ৫ বলে ২০ রানের অপরাজিত জুটি ছিল তার। ১৫ বলে ৩ চার ও ২ ছয়ে ৩১ রানে অপরাজিত ছিলেন নবী।

বাংলাদেশের পক্ষে মোসাদ্দেক নেন ২ উইকেট। একটি করে পান রনি ও রুবেল।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন তামিম। তারপর সেরা ২২ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। শেষ দিকে ১৪ বলে ২১ রানের ছোট ঝড় তোলেন রনি। ৪ ওভারে ১২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন রশিদ। টানা দ্বিতীয় বার ম্যাচসেরার পুরস্কার হাতে পেলেন আফগান স্পিনার।
আরও দেখুন...


আফগানদের ১৩৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫