X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাকিতিচ-এমবাপেকে নেইমারের শুভকামনা

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০১৮, ১১:১৭আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১১:৪৭

ইভান রাকিতিচ ও কাইলিয়ান এমবাপের সঙ্গে নেইমার একজন বর্তমান সতীর্থ, অন্যজন সাবেক- কাইলিয়ান এমবাপে ও ইভান রাকিতিচের সঙ্গে নেইমারের বন্ধুত্ব দারুণ। ফ্রান্স-ক্রোয়েশিয়ার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছেন নেইমারের এই দুই ‘বন্ধু’। রবিবারের শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দুজনকে শুভকামনা জানিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

প্যারিস সেন্ত জার্মেইয়ে এমবাপের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন নেইমার। আর প্যারিসে আসার আগে বার্সেলোনার জার্সিতে রাকিতিচের পাশে খেলেছেন তিনি। সাবেক ও বর্তমান দুই সতীর্থের ‍ফাইনাল লড়াইয়ের আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শুভকামনার বার্তা পাঠিয়েছেন নেইমার। যেখানে তিনি ‘তোমরা ইতিমধ্যেই চ্যাম্পিয়ন হয়ে গেছো’ লিখে সাহস জুগিয়েছেন এমবাপে ও রাকিতিচকে।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে নেইমারের ব্রাজিল। এখন অবকাশ যাপনে থাকা এই ফরোয়ার্ড লিখেছেন, ‘আমার বন্ধু কাইলিয়ান (এমবাপে) ও ইভান (রাকিতিচ)। আমরা জানি তোমাদের এই জায়গায় আসতে কতটা কঠিন পথ পাড়ি দিতে হয়েছে, এখন সময়টাকে উপভোগ ও মজা করে সঠিক মূল্যটা নাও।’ পরের অংশে লিখেছেন, ‘এই দুজনকে নিয়ে আমি ভীষণ খুশি। ওদের দেশ- ফ্রান্স ও ক্রোয়েশিয়ার ভক্তদের কাছ থেকে যে প্রতিক্রিয়া আসছে, সেটা দেখে খুব ভালো লাগছে।’

সতীর্থদের ফাইনাল মঞ্চ দেখে আফসোসও আছে নেইমারের! সেটা কেমন? শুনুন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের কাছ থেকেই, ‘আমি এটা অস্বীকার করতে পারব না, আমিও তোমাদের মতো (ফাইনালের) মাঠে থাকতে চেয়েছিলাম, তবে এবার হয়নি। কাতারে আমাদের দেখা হবে...।’

ফাইনালের আগেই নেইমারের চোখে ‘চ্যাম্পিয়ন’ রাকিতিচ ও এমবাপে, “এখানে (বিশ্বকাপ ফাইনালে) আমি চিৎকার করব আমার ‘গোল্ডেন বয়’ ও আমার বার্সেলোনা সঙ্গীর জন্য। আশা করছি রবিবার তোমরা অনেক মজা করবে, সঙ্গে ভুলে গেছে চলবে না এটা একটি প্রতিযোগিতা। তবে ফল যাই হোক তোমরাই চ্যাম্পিয়ন।” সঙ্গে যোগ করেছেন, ‘বন্ধু হিসেবে আমি তোমাদের নিয়ে গর্বিত, বিশ্ব ফুটবলও গর্বিত এমন একটি বিশাল সমাপ্তির জন্য। শুভকামনা!!’ 

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান