X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের আরেকটি জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৮, ১৫:৫৪আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৭:৪০

বাংলাদেশ দল। গত কয়েক ম্যাচে শেষ দিকে এসে বাংলাদেশ দল অনেকটা খেই হারিয়ে ফেলেছিল। তবে দক্ষিণ কোরিয়াতে নিজেদের তৃতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে চমকই দেখিয়েছে বাংলাদেশ। শেষ দিকের চার মিনিটের ঝলকে স্বাগতিকদের চোডাং বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে জয় এসেছে ৩-১ গোলের ব্যবধানে।

এশিয়ান গেমস ও সাফ ফুটবলকে সামনে রেখে লাল-সবুজ দল দক্ষিণ কোরিয়াতে আগের দুই ম্যাচ খেলে একটিতে জয় পেলেও হার দেখেছে একটিতে। প্রথম ম্যাচে দ্বিতীয় বিভাগে খেলা গুয়াংজু এফসির কাছে হেরে গেছে ২-০ গোলে ও দ্বিতীয় ম্যাচে সেহান বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে ২-১ গোলে। আর শেষ ম্যাচে আধিপত্য বিস্তার করে দ্বিতীয় জয় তুলে নিয়েছে জেমি ডের দল।

মকপো আন্তর্জাতিক ট্রেনিং সেন্টারে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। ১৭ মিনিটে প্রতিপক্ষের আক্রমণ রুখতে না পারায় গোল হজম করতে হয়েছে। ৩৯ মিনিটে অবশ্য গোল শোধ দিতে পেরেছে লাল-সবুজরা। ডান প্রান্তের পাসে বক্সের প্রান্ত দিয়ে মিডফিল্ডার বিপলু আহমেদ লক্ষ্যভেদ করেন।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ছিল আরও দুর্বার। বিশেষ করে দুই বদলি খেলোয়াড় মতিন মিয়া ও রবিউল হাসান শেষ ২৫ মিনিটে একাদশে নামেন। নেমেই আক্রমণে গিয়ে করেন দুই গোল। ৭৮ মিনিটে প্রতিপক্ষের গোলকিপার ও ডিফেন্ডারের মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগে ফরোয়ার্ড মতিন বল পেয়ে নিশানা ভেদ করতে ভুল করেননি।

চার মিনিট পর রবিউল দলের জয় আরো সুনিশ্চিত করেন। ৮১ মিনিটে এবার মতিনই পাস বাড়িয়েছিলেন। রবিউল গোলকিপারকে হারিয়ে তৃতীয় গোলটি এনে দেন। 
ম্যাচ শেষে বাংলাদেশ দলের মূল্যায়ন করেন ম্যানেজার সত্যজিত দাশ রুপু, ‘আমরা সাধারণত শেষের দিকে এসে খেই হারাচ্ছি। এবার ফুটবলাররা নিজেদের শক্তি ধরে রেখে শেষের দিকে দুগোল করেছে। এতেই বাংলাদেশের জয় সুনিশ্চিত হয়েছে। এছাড়া দল পুরো ম্যাচে ভালো খেলেছে। কিছু ভুল-ত্রুটি ছিল। সেটা কাটিয়ে উঠার চেষ্টা চলছে।’ 

ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ জেমি ডেও দারুণ খুশি। দলের প্রশংসা করে বলেছেন, ‘আগের চেয়ে বাংলাদেশ দল ভালো খেলেছে, উন্নতি করছে। দলের সবাই বেশ ভালো অবস্থানে আছে।’

দক্ষিণ কোরিয়াতে আরো চারদিন থাকবে বাংলাদেশ। ইন্দোনেশিয়াতে এশিয়ান গেমসের জন্য দল সেখানে যাবে ১১ আগস্ট।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা