X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘রোনালদোর গোল পেতে একটু সময় লাগবে’

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০১৮, ১৬:৫৪আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১৬:৫৪

কোচের সঙ্গে রোনালদো জুভেন্টাসের জার্সিতে ক্রিস্তিয়ানো রোনালদোর গোল উদযাপন দেখার অপেক্ষা বেড়েই চলেছে। শনিবার লাৎসিওর বিপক্ষে প্রথম হোম ম্যাচেও লক্ষ্যভেদ করতে পারেননি পর্তুগিজ উইঙ্গার। তবে তার ভক্তদের ধৈর্য্য ধরতে বললেন কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি।

সিরি এ’র দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে জিতেছে জুভেন্টাস। শিয়েভোকে ৩-২ গোলে হারিয়ে লিগ মৌসুম শুরু করে তারা। কিন্তু লাৎসিওর বিপক্ষে রোনালদো গোলের সুযোগ পেয়েছেন বেশ কয়েকবার। কখনও বলে পা লাগাতে পারেননি, আবার কখনও ক্রসবারের কয়েক ইঞ্চি উপর দিয়ে বল চলে গেছে মাঠের বাইরে। তবে সুবর্ণ সুযোগটি এসেছিল ৭৫ মিনিটে।

হোয়াও ক্যানসেলোর মাটি গড়ানো পাস লাৎসিও গোলরক্ষক থোমাস স্ত্রাখোসা ঠেকালেও বল বেরিয়ে যায় রোনালদোর সামনে। গোলপোস্ট থেকে মাত্র চার মিটার দূরে বল পেয়েছিলেন পর্তুগিজ তারকা। বাঁ পায়ে শট নিতে গিয়েও পারেননি, ডান পায়ে বল লেগে উঠে যায় উপরের দিকে। সুযোগ পেয়ে একেবারে খালি জালে বল পাঠান মারিও মানজুকিচ। কষ্টের হাসি লুকাতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

এমন একটি সুযোগ নষ্ট করার পর রোনালদোর পাশে দাঁড়ালেন অ্যালেগ্রি। ম্যাচ শেষে জুভেন্টাস কোচ বলেছেন, ‘সে আসলে ক্ষুব্ধ হয়নি, তার হাসির কারণ ফুটবলে এমন কিছু হয়।’

রিয়াল মাদ্রিদের শীর্ষ গোলদাতা জুভেন্টাসে এসে দুটি ম্যাচ খেলেও গোল পাননি। এতে যারা হতাশ তাদেরকে ধৈর্য্য ধরতে বললেন অ্যালেগ্রি, ‘মাত্র দুই সপ্তাহ হলো সে আমাদের সঙ্গে আছে। সে বুদ্ধিমান এবং বুঝতে পারছে ইতালিয়ান ফুটবল স্পেনের চেয়ে ভিন্ন। এটার সঙ্গে সে মানিয়ে নিচ্ছে। প্রত্যেকে তার প্রথম গোলের জন্য অপেক্ষা করছে। আরেকটু সময় লাগবে। কিন্তু দলে তার প্রভাব দেখে আমি খুশি।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়