X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

গোল উৎসব করে শীর্ষে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০১৮, ২৩:০৮আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ২৩:০৮

গোল উৎসবে এগিয়ে ছিলেন স্টারলিং লিভারপুলের কাছে আগের দিন হারানো শীর্ষস্থানটি আবার ফিরে পেল ম্যানচেস্টার সিটি। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ‍সাউদাম্পটনকে তারা উড়িয়ে দিয়েছে ৬-১ গোলে।

মাত্র ৬ মিনিটে গোল উদযাপন করেছে ম্যানসিটি। দাভিদ সিলভা বল নিয়ে সামনে এগিয়ে যান, তারপর পাস দেন লেরয় সানেকে। জার্মান তারকা নিচু শট নেন কোনাকুনি। সাউদাম্পটন ডিফেন্ডার ওয়েসলে হোয়েট তার চেষ্টা ব্যর্থ করতে চেয়েছিলেন। কিন্তু উল্টো নিজেদের জালে বল জড়িয়ে দেন।

সাউদাম্পটনের ‘উপহার’ পেয়ে বসে থাকেনি চ্যাম্পিয়নরা। অতিথিদের দুঃস্বপ্নের সাগরে ডুবিয়ে ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। রহিম স্টারলিং ডিবক্সে দুজন ডিফেন্ডারকে ফাঁকি দিলেও লক্ষ্যে শট নেননি, অপেক্ষায় থাকা সের্হিয়ো আগুয়েরোকে পেয়ে পাস দেন। মাত্র কয়েক গজ দূর থেকে লক্ষ্যভেদ করে ২-০ করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড।

৬ মিনিট পর সিলভার চমৎকার গোলে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেয় ম্যানসিটি। স্টারলিংয়ের কাছ থেকে বল পেয়ে সানে ফ্লিক করেন ব্যাকপোস্টে দাঁড়ানো সিলভাকে। দুর্দান্ত ভলিতে ৩-০ করেন এই মিডফিল্ডার।

সাউদাম্পটন একটি গোল শোধ দেয় ৩০ মিনিটে। ম্যানসিটি গোলরক্ষক এদারসন ২৯ মিনিটে ফাউল করেন ড্যানি ইনগসকে। পেনাল্টি থেকে ইনগস ব্যবধান কমান। প্রথমার্ধের ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে আগুয়েরোর সহায়তায় চতুর্থ গোল করেন স্টারলিং।

বিরতির পর ফিরে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল সাউদাম্পটন। ৪৯ মিনিটে ইনগসের শট দারুণ দক্ষতায় রুখে দেন এদারসন। ৫৫ মিনিটে অতিথি ফরোয়ার্ডের হেডে বল গোললাইন পার হওয়ার দাবি জানায় সাউদাম্পটন। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় সিদ্ধান্ত যায় তাদের বিরুদ্ধে। ৭ মিনিট পর ম্যানসিটির একটি শট গোলপোস্টে লেগে ব্যর্থ হয়। অবশ্য কিছুক্ষণ পরই সাউদাম্পটনের জালে পঞ্চমবার বল জড়ায় সিটিজেনরা। ৬৭ মিনিটে আগুয়েরো ওই গোল করান স্টারলিংকে দিয়ে। ইনজুরি সময়ে স্টারলিংয়ের বানিয়ে দেওয়া বলে ষষ্ঠ গোল করেন সানে।

এই জয়ে ১১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল ম্যানসিটি। দুই পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে নেমে গেল লিভারপুল (২৭)।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া