X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

২১৪ মিলিয়ন ইউরোতেও এমবাপেকে পায়নি রিয়াল!

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০১৮, ২০:৫৪আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ২০:৫৪

কাইলিয়ান এমবাপে গুঞ্জনটা ইউরোপিয়ান মিডিয়ায় শোনা গিয়েছিল খুব। যদিও কাইলিয়ান এমবাপে প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দিলে হাওয়ায় মিশে যায় রিয়াল মাদ্রিদের নাম। অথচ সেই খবরটি নতুন করে প্রকাশ পেয়েছে ‘ফুটবল লিকস’-এর মাধ্যমে। ফুটবলবিষয়ক এই ওয়েবসাইটটির দাবি, ২০১৭ সালের গ্রীষ্মের দলবদলে রিয়াল মাদ্রিদ ২১৪ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত ছিল মোনাকোকে।

২০১৭ সালের গ্রীষ্মের দলবদলে মোনাকো ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দেন এমবাপে। শুরুতে ধারে নাম লেখালেও চুক্তি স্থায়ী করার সুযোগ ছিল তাদের। এ বছরের গ্রীষ্মে যেটা স্থায়ী করে নিয়েছে পিএসজি। যদিও প্যারিসে না গিয়ে মাদ্রিদেও আসতে পারতেন ফুটবল বিশ্বের নতুন এই তারা।

২০১৭ সালে এমবাপেকে নিয়ে মোনাকোর সঙ্গে নাকি সমঝোতায় পৌঁছেছিল রিয়াল। ‘ফুটবল লিকস’-এর নতুন তথ্য নিয়ে ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ ছেপেছে খবরটি। ফরাসি ফরোয়ার্ডের জন্য রিয়ালের কাছে ২১৪ মিলিয়ন ইউরো দাবি করেছিল মোনাকো। মাদ্রিদের ক্লাবটি তাদের চাওয়া অর্থ দিতে নাকি রাজিও হয়েছিল। এই অঙ্কের ১৮০ মিলিয়ন ছিল ফরাসি ক্লাবের জন্য, আর বাকি ৩৪ মিলিয়ন ইউরো চেয়েছিল তাদের কর পরিশোধের জন্য।

তাহলে কেন সান্তিয়াগো বার্নাব্যুতে আসা হলো এমবাপের- প্রশ্নটা ওঠাই স্বাভাবিক। ‘লেকিপ’-এর খবর, রিয়াল রাজি থাকলেও এমবাপে বেছে নেন পিএসজি। ঘরের মাঠের ক্লাব বলে তিনি পার্ক দে প্রিন্সেসে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু মোনাকোর নাকি ইচ্ছা ছিল রিয়াল কাছেই বিক্রি করার, কেননা তারা চায়নি ঘরোয়া লিগের প্রতিদ্বন্দ্বী পিএসজিকে শক্তিশালী করতে। যদিও পরে এমবাপেকে ছাড়তে তারা রাজি হয়, যদি পিএসজি ২১৪ মিলিয়ন ইউরো দিতে রাজি থাকে।

পিএসজি তাদের ‘শর্ত’ পূরণ করে দারুণ অঙ্ক কষে। শুরুতে এমবাপেকে ধারে নিয়ে আসে প্যারিসে, এরপর স্থায়ী চুক্তিতে ফরাসি ফরোয়ার্ডকে নিজেদের করে নেয় ২০১৭-১৮ মৌসুমের শেষে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা