X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘ভারতে ভালোই প্রস্তুতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৮, ২১:৩৩আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২১:৩৫

সৌম্য সরকার চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে দাপট অতিথি ব্যাটসম্যানদের। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৬ উইকেটে ৩০৩ রান। স্পিন বলের বিপক্ষে ক্যারিবীয় ব্যাটসম্যানদের দুর্বলতার কথা কারও অজানা নয়। কিন্তু রবিবার এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের স্পিনাররা তেমন সুবিধা করতে পারেননি। প্রতিপক্ষের ব্যাটিং দেখে স্বাগতিক দলের ওপেনার সৌম্য সরকারের কপালে দুশ্চিন্তার ভাঁজ।

ভারতে প্রায় দেড় মাসের সফর শেষে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের মাটিতে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলা ক্যারিবীয়দের সাফল্যের হার খুবই কম। ওয়ানডে সিরিজে একটি জয় ও একটি ‘টাই’ ছাড়া বাকি সব ম্যাচে পরাস্ত হয়েছে তারা। তবে অশ্বিন-জাদেজা-চাহাল-কুলদীপদের নিয়ে গড়া ভারতের বিখ্যাত স্পিন আক্রমণের মুখোমুখি হওয়ার আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের মাটিতে পা রেখেছে উইন্ডিজ।

প্রথম টেস্টের দলে ডাক পাওয়া সৌম্যর ধারণা, ভারতীয় স্পিনারদের খেলার সুবাদে বাংলাদেশ সফরে যথেষ্ট সুবিধা পাবেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা। প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে খেলা শেষে তিনি বলেছেন, ‘ভারতে বেশ দীর্ঘ সফরের কারণে স্পিনের বিপক্ষে তাদের প্রস্তুতি যথেষ্ট ভালো হয়েছে। তারা অনেক দিন ধরে স্পিন বোলিং খেলছে। আসন্ন সিরিজে এটা সুবিধা দেবে তাদের।’

দুই স্পেশালিস্ট স্পিনার নাঈম হাসান ও রিশাদ হোসেনকে নিয়ে খেলতে নেমেছে বিসিবি একাদশ। প্রথম দিন নাঈম দুই উইকেট নিলেও রিশাদ উইকেটের দেখা পাননি। সৌম্য অবশ্য দুই তরুণ স্পিনারের পাশেই দাঁড়াচ্ছেন, ‘আমাদের স্পিনাররা আজ ভালোই বল করেছে। আশা করি, টেস্ট ম্যাচে আরও ভালো বোলিং হবে আমাদের।’

চট্টগ্রাম টেস্ট শুরুর আগে একটা সুসংবাদ পেয়েছে বাংলাদেশ। ইনজুরি থেকে সেরে উঠে দলে ফিরেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে ফিরে পেয়ে সৌম্য উচ্ছ্বসিত, ‘সাকিব ভাই আমাদের দলের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি থাকলে দলের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব কিছুই ঠিক থাকে। তার অন্তর্ভুক্তিতে আমাদের দল এখন ব্যালান্সড।’

/আরআই/এফএইচএম/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী