X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

যে কারণে চার ওপেনারই একাদশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৮, ০০:২৭আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ০০:২৭

ওপেনিংয়ে অভ্যস্ত সৌম্য ৬ নম্বরে নেমে দুটি চার ও একটি ছয় মারেন তামিম ইকবাল ফিরেছেন। লিটন দাস, ইমরুল কায়েস ও সৌম্য সরকারও আছেন ফর্মে। তামিমের সঙ্গে উদ্বোধনী জুটিতে তিন ওপেনারের কাকে রাখা হবে! আবার চার ওপেনার নিয়ে টিম কম্বিনেশন কি আদৌ সম্ভব! এমন প্রশ্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে উঠেছে জোরেশোরে। শোনা গিয়েছিল তাদের একজন বাদ পড়বেন। কিন্তু বাংলাদেশ চার ওপেনারকে একাদশে রেখেই উইন্ডিজ বধ করেছে। কেন সবাইকেই খেলানো হলো সেই ব্যাখ্যা পাওয়া গেল ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি মুর্তজার কাছ থেকে।

নিজের ২০০তম ওয়ানডেতে ম্যাচসেরা পারফরম্যান্সের পর মাশরাফি বলেছেন তার টিম কম্বিনেশন সাজানোর কথা, ‘সৌম্যর আসলে ছয় কিংবা সাতে ব্যাট করার অভ্যাস আছে। কাজেই ইমরুলকে আমরা তিন নম্বরে খেলিয়েছি। নিচের দিকে নেমে সৌম্যর শটস খেলার সামর্থ্য আছে। পেস বল সামলাতে পারে। শেষ তিন ম্যাচেই সেঞ্চুরি করেছে। যদিও একটা আনঅফিসিয়াল। মিঠুনও ভালো ফর্মে আছে। কিন্তু ডিউ ফ্যাক্টর চিন্তা করে সৌম্যকে বিবেচনা করা হয়েছে। কেন না স্পিনাররা খারাপ করলে সৌম্য হয়তো বোলিংটা করতে পারবে।’ 

আহামরি পারফর্ম না করলেও মিঠুন দলে থাকার মতো উপযুক্ত ছিলেন। তার বাদ পড়া নিয়ে মাশরাফি বলেছেন, ‘আমি বলব তার (মিঠুন) জন্য এটা দুর্ভাগ্য যে ফর্মে থেকেও খেলতে পারেনি সে। পাঁচে সে ব্যাটিং করেছে, ছয়ে পারবে না সেটাও না। সাকিব পাঁচে থাকায় ওখানে মারকুটে ব্যাটসম্যান রাখতে পারলে সুবিধা হয় এই ফরম্যাটে। এ কারণেই সৌম্যকে রেখেছি। মিঠুন বাদ পড়লেও মানসিকভাবে সে ঠিক আছে।’

তিন পেসার নিয়ে খেললেও শুরুতে তারা বোলিংয়ে আসেননি। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ দুই প্রান্ত থেকে বোলিং শুরু করেন। স্পিনারদের প্রথমে আনার বিষয়ে মাশরাফি বলেন, ‘প্রস্তুতি ম্যাচ যখন খেলি, বুঝতে পেরেছি তারা পেস বোলিংটা শুরুতে চাচ্ছে। তাদের বিভ্রান্ত করতেই স্পিন আক্রমণে এনেছি। শুরুতে কঠিন অবস্থায় রাখতে পারলে আমাদের জন্যই ভালো হবে। ভাগ্য ভালো সাকিব শুরুতে ব্রেকথ্রু এনেছে। মিরাজ অসাধারণ বোলিং করেছে। শুরুতে স্পিনাররা ভালো করায় পেসারদের সুবিধা হয়েছে।’

টেস্ট সিরিজে স্পিন দিয়ে ক্যারিবিয়ান বধের পর ওয়ানডেতে সাফল্যের পেছনে পেসারদের ভূমিকা স্মরণ করিয়ে দিলেন মাশরাফি, ‘এই ফরম্যাটে পেস বোলাররা সবসময় ভালো করে আসছে। টেস্টে ভিন্ন উইকেটের কারণে হয়তো স্পিনারদের আধিপত্য থাকে। কিন্তু ওয়ানডেতে পেস বোলাররাই সবচেয়ে ভালো করছে।’ কথায় নয়, কাজেও তার প্রমাণ রেখেছেন মাশরাফি। তার সঙ্গে সমান তিনটি করে উইকেট পেয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দোকান সাজাতে গিয়ে গানচিত্র নির্মাণ!
দোকান সাজাতে গিয়ে গানচিত্র নির্মাণ!
বিতর্কিত দ্বীপ নিয়ে জাপানের কূটনীতিককে তলব দ. কোরিয়ার
বিতর্কিত দ্বীপ নিয়ে জাপানের কূটনীতিককে তলব দ. কোরিয়ার
সন্তানদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হয়েছে চা বিক্রেতা মনিরুজ্জামানের
সন্তানদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হয়েছে চা বিক্রেতা মনিরুজ্জামানের
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি