X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রাজশাহী কিংসের অধিনায়ক মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৯, ১৯:১৮আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২১:০৮

রাজশাহী কিংসের অধিনায়ক মিরাজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে আর বাকি একটি দিন। তার আগে ঢাকঢোল পিটিয়ে নতুন আসরে স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক ঘোষণা করেছে রাজশাহী কিংস। বৃহস্পতিবার দলের জার্সি উন্মোচনের কাজটিও সেরে রেখেছে দলটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে মিরাজের ডেপুটি হিসেবে থাকবেন জাতীয় দলের বাঁহাতি ওপেনার সৌম্য সরকার।

জাতীয় দলের হয়ে গত বছরটা  ব্যাট আর বলে দারুণ গেছে রাজশাহী কিংসের এই তারকার। ১৪ টেস্টে বল হাতে নিয়েছেন ৪১ উইকেট। ১৫ ওয়ানডেতে নেন ১৮টি, সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে অবশ্য সেভাবে আলো ছড়াতে পারেননি। ১০ টি-টোয়েন্টিতে নিয়েছেন মাত্র ২টি উইকেট।

এ নিয়ে তৃতীয় বারের মতো রাজশাহী কিংসে খেলছেন মিরাজ। তৃতীয় মৌসুমে নেতৃত্বের ভার পেয়ে তাই গর্ববোধ করছেন তিনি, ‘কিংসে এটা আমার তৃতীয় মৌসুম। তাই আনন্দটা অন্যরকম, অধিনায়ক হতে পেরে তো আরও গর্বিত। আশা করছি সবার প্রত্যাশা পূরণ করতে পারবো।’

গর্বিত হওয়ারই কথা কারণ বিপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তাই রাজশাহী কিংসের হয়ে অধিনায়কত্ব করার সুযোগটাকে অনেক বড় করে দেখছেন, ‘বড় একটা সুযোগ। এত বড় জায়গায় আগে অধিনায়কত্ব করা হয়নি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুইবার অধিনায়কত্ব করেছি। বিপিএলে বিভিন্ন দেশের খেলোয়াড় থাকে, তাই বড় একটি অভিজ্ঞতা হবে। আগের অভিজ্ঞতা আশা করি কাজে লাগবে।’

রাজশাহীতে মেন্টরের ভূমিকায় থাকবেন সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। ২০১৬-১৭ মৌসুমে তারা চ্যাম্পিয়ন হতে না পারলেও রানার্স আপ হয়েই সন্তুষ্ট থেকেছে রাজশাহী।

বিদেশি ক্রিকেটারদের মাঝে রাজশাহী কিংসে আছেন কায়েস আহমেদ, ক্রিস্টিয়ান জোঙ্কার, ইসুরু উদানা, লরি ইভান্স, রায়ান টেন ডেসকাট, সেক্কুগে প্রসন্ন ও মোহাম্মদ হাফিজ। দেশি তারকাদের মাঝে আরও আছেন মোস্তাফিজুর রহমান ও মুমিনুল হক।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!