X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আফ্রিদির ব্যর্থতায় ফরহাদের স্বস্তি

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
৩০ জানুয়ারি ২০১৯, ১৯:৫০আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৯:৫০

সতীর্থদের সঙ্গে ফরহাদ রেজার উইকেট উদযাপন মোস্তাফিজুর রহমানের করা ৫ বলের একটিও ব্যাটে লাগাতে না পারার কষ্টে সংবাদ সম্মেলনে পর্যন্ত আসেননি ফরহাদ রেজা! তবে বাঁহাতি এই পেসারের বলে শহীদ আফ্রিদিরও একই অবস্থা হওয়ায় মনের ভেতর থাকা খারাপ লাগাটা দূর হয়ে গেছে ফরহাদ রেজার।

মোস্তাফিজের রাজশাহী কিংসের বিপক্ষে ‘ভিলেন’ বনে যাওয়া ওই ফরহাদ ফ্র্যাঞ্চাইজিটির বিপক্ষে ফিরতি খেলায় ম্যাচসেরার পুরস্কার জেতার পর জানিয়েছেন তেমনটাই।

মিরপুর স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে প্রথম মুখোমুখিতে অল্পের জন্য হারতে হয়েছিল রংপুর রাইডার্সকে। ওই হারের দায় পড়েছিল ফরহাদের কাঁধেই। মোস্তাফিজের ৫ বলের একটিও যে ব্যাটে সংযোগ করতে পারেননি তিনি! যদিও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আফ্রিদিও রাজশাহীর বিপক্ষে সবশেষ ম্যাচে মোস্তাফিজের ৮ বল ব্যাটে লাগাতে পারেননি। পাকিস্তানি অলরাউন্ডারের ব্যর্থতায় তাই স্বস্তি ফিরেছে ফরহাদের মনে।

১৩ জানুয়ারি রাজশাহীর বিপক্ষে প্রথম লেগে মোস্তাফিজের সামনে হার মেনেছিলেন ফরহাদ। শেষ ওভারে রংপুরের জিততে দরকার ছিল ৯ রান, হাতে ছিল ৪ উইকেট। কিন্তু মোস্তাফিজের প্রথম ৪ বল ব্যাটে লাগাতে পারেননি ফরহাদ। পঞ্চম বলেও ব্যর্থ এই ব্যাটসম্যান কোনও রকমে প্রান্ত বদল করলেও ততক্ষণে জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে রংপুরের।

ম্যাচটি হেরে স্বভাবতই হতাশা জমা হয়েছিল ফরহাদের মনে। তবে এক ম্যাচ পরই সিলেটের বিপক্ষে শেষ ২ ওভারে ২৪ রান করে শাপমোচন করেন তিনি। যদিও ম্যাচ জেতানো ইনিংস খেলেও সংবাদ সম্মেলনে আসেননি ফরহাদ।

কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর ফরহাদ দিয়েছেন মঙ্গলবার রাজশাহীর বিপক্ষে ফিরতি ম্যাচে সেরা খেলোয়াড় হয়ে সংবাদ সম্মেলনে এসে। ১৩ জানুয়ারি রাজশাহীর বিপক্ষে প্রথম লেগের ব্যাটিংয়ের কারণেই আসতে চাননি তিনি। এই অলরাউন্ডার বলেছেন, ‘ওই দিন আমার খুব কষ্ট লেগেছিল, আমি ব্যাটে বল লাগাতে পারিনি।’

তবে কষ্টটা খুব বেশি দিন বুকে পুষতে হয়নি তার। দিনকয়েক পর মোস্তাফিজের বলে আফ্রিদিকে ব্যর্থ হতে দেখে স্বস্তি ফেরে তার মনে, ‘৪-৫ দিন পর খুব ভালো লেগেছিল, যখন শহীদ আফ্রিদিও ব্যাটে লাগাতে পারেনি (মোস্তাফিজের) বল। তখন মনে হয়েছিল, না আমি ঠিক আছি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া