X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ওয়েস্ট ইন্ডিজের ‘মেন্টর’ সারওয়ান

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০১৯, ১৪:৩৪আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৬:২২

ওয়েস্ট ইন্ডিজের ‘মেন্টর’ সারওয়ান বিশ্বকাপের আগে বাংলাদেশ ও আয়ারল্যান্ডকে নিয়ে ৫ মে থেকে ত্রিদেশীয় সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তারপর হবে বিশ্বকাপ। দুই অ্যাসাইনমেন্টকে ঘিরে সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান রামনারেশ সারওয়ানের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে ক্যারিবীয়রা। বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজে তিনি মেন্টরের ভূমিকা পালন করবেন ক্যারিবিয়ানদের অনুশীলনে।

২০১৬ সালে ক্যারিয়ারের ইতি টেনে দেওয়া সারওয়ান ইতোমধ্যে দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। বারবাডোসে সামনের মাসে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে কাজ করছেন ওয়েস্ট ইন্ডিজ দলে। মঙ্গলবার শাই হোপ ও ড্যারেন ব্রাভোদের সঙ্গে নেটে অনুশীলনেও কাজ করেছেন।

তবে সোমবার কোচিং স্টাফদের যেই প্যানেল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তাতে সারওয়ানকে দীর্ঘস্থায়ী কোনও ভূমিকায় রাখা হয়নি। আপাতত তাকে দলে ব্যাটসম্যানদের সঙ্গে কাজ করতেই রাখা হয়েছে।

সারওয়ান জানিয়েছেন, এই প্রস্তাবটা এসেছে বর্তমান ক্রিকেট ডিরেক্টর জিমি অ্যাডামসের কাছ থেকে। প্রস্তাবটা যদিও স্বল্পস্থায়ী, সারওয়ান বেশ রোমাঞ্চিত এমন দায়িত্ব পেয়ে, ‘রোমাঞ্চ বোধ করছি। জিমির কাছ থেকে ফোনটা পেয়ে অভিভূত হয়েছি এই ভেবে যে আবারও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে সহযোগিতা করতে পারবো।’

২০১৬ সালে অবসরের সময় ক্যারিবীয় ক্রিকেট কাঠামো নিয়ে নিজের মূল্যায়ন দিয়েছিলেন সারওয়ান। ক্যারিবীয় ক্রিকেটের দুর্বলতায় আঙুল দিয়ে বলেছিলেন তাদের সবথেকে বড় সমস্যা ভালো কাঠামোর অনুপস্থিতি। যা তরুণ ক্রিকেটারদের বেড়ে উঠতে সহায়তা করবে। এখন মেন্টরিংয়ের সেই সুযোগ পেয়ে সমস্যা উত্তরণে ভূমিকা পালন করতে পারবেন।

ইতোমধ্যে ক্যারিবীয়দের কৌশলগত ব্যাটিংয়ের দিকেও নজর দিয়েছেন। যার কাছে মনে হয়েছে স্ট্রাইক রোটেশনে দুর্বলতা আছে ক্যারিবীয়দের। এই অবস্থার উন্নতি করতে নজর দিতে হবে স্ট্রাইক রোটেশনে, ‘আমি জানি আমাদের ব্যাটসম্যানদের স্ট্রাইক রোটেশন নিয়ে সম্প্রতি সমস্যা হচ্ছে। এই জায়গায় উন্নতি করতে কাজ করছি।’

১৩ বছরের ক্যারিয়ার থেকে অবসরের আগে ১৮১ টি ওয়ানডে, ৮৭টি টেস্ট ও ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন সারওয়ান। যেখানে তার টেস্টে সংগ্রহ ৫ হাজার ৮৪২ আর ওয়ানডেতে ৫ হাজার ৮০৪।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো