X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রাহানের সেঞ্চুরির পরও রাজস্থানের হার

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০১৯, ০০:৪৯আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০০:৫২

সেঞ্চুরির পর আজিঙ্কা রাহানে অধিনায়কত্ব হারানোর পর দারুণ সেঞ্চুরি পেলেন আজিঙ্কা রাহানে। তবু তার দল রাজস্থান জিততে পারেনি। ঋষভ পান্তের ঝড়ো হাফসেঞ্চুরিতে জয় নিয়ে মাঠ ছেড়েছে দিল্লি ক্যাপিটালস। সোমবার আইপিএলের একমাত্র খেলায় রাজস্থানকে ৬ উইকেটে হারিয়েছে দিল্লি।

জয়পুরে রাহানের সেঞ্চুরির সঙ্গে স্টিভেন স্মিথের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে রাজস্থান স্কোরে জমা করেছিল ৬ উইকেটে ১৯১ রান। কঠিন এই লক্ষ্যটাও দিল্লি পান্ত ও শিখর ধাওয়ানের ঝড়ো হাফসেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ৪ বল আগেই পেরিয়ে গেছে।

ব্যাটিংয়ে দারুণ একটি দিন পার করেছেন রাহানে। এই ওপেনারকে আউট করতে পারেননি দিল্লির বোলাররা। ওপেনিংয়ে নেমে ৬৩ বলে হার না মানা ১০৫ অসাধারণ ইনিংস খেলে মাঠ ছাড়েন দুই দিন আগে অধিনায়কত্ব হারানো রাহানে। ঝড়ো ইনিংসটি তিনি সাজান ১১ চার ও ৩ ছক্কায়।

তার কাছ থেকেই রাজস্থানের নেতৃত্ব পাওয়া স্মিথও ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। ৩২ বলে ৮ বাউন্ডারিতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান খেলেন ৫০ রানের ইনিংস। শেষ দিকে স্টুয়ার্ট বিনির ১৩ বলে ১৯ রানের ইনিংসে রাজস্থান করে ১৯১ রান।

দিল্লির সবচেয়ে সফল বোলার কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকান পেসার ৩৭ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট।

দিল্লির জয়ের নায়ক ঋষভ পান্ত কঠিন লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু পায় দিল্লি। দুই ওপেনার পৃথ্বি শ ও শিখর ধাওয়ান যোগ করেন ৭২ রান। ধাওয়ান ২৭ বলে ৮ চার ও ২ ছক্কায় করেন ৫৪ রান। আর পৃথ্বি ৩৯ বলে ৪ বাউন্ডারি ও এক ছক্কায় করেন ৪২ রান।

তাদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে দিল্লিকে জয় এনে দেন পান্ত। এই উইকেটরক্ষক ৩৬ বলে হার না মানা ৭৮ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে ছাড়েন মাঠ। ম্যাচ জেতানো ইনিংসটি তিনি সাজান ৬ চার ও ৪ ছক্কায়।

রাজস্থানের শ্রেয়াস গোপাল ৪৭ রান খরচায় পেয়েছেন ২ উইকেট। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ