X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘৩০০ টাকায় তৈরি জার্সি ১১৫০ টাকায় কিনতে হবে কেন?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৯, ২০:২৮আপডেট : ২২ মে ২০১৯, ২০:৩৮

সংবাদ সম্মেলনে ‍দুই ধরনের জার্সিই দেখানো হয় বাংলাদেশ দলের জার্সি নকল করে চড়া দামে বিক্রি বন্ধে এবার উদ্যোগ নিয়েছে বিসিবি। লাল-সবুজ জার্সিকে সহজলভ্য ও সবার ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে মাত্র চারটি প্রতিষ্ঠানকে দিয়ে বিক্রির ব্যবস্থা নিয়েছে বোর্ড। কিন্তু হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে জার্সি বেচায় আপত্তি জানিয়ে বুধবার সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ স্পোর্টস গুডস মার্চেন্টস, ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন।

বিসিবির অনুমোদন সাপেক্ষে দেশের দুই জনপ্রিয় ব্র্যান্ড অঞ্জনস ও জেন্টল পার্কের প্রায় সব আউটলেটে এবার বিক্রি হচ্ছে বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি। ক্রেতা সাধারণের জন্য সুযোগ থাকছে অনলাইন স্টোর থেকে পছন্দের জার্সি কেনার। এছাড়া ক্রিকশপ বিডি ও জার্সি ফ্রিক বিডি নামে দুই অনলাইন প্রতিষ্ঠান থেকে ক্রেতারা জার্সি কেনার সুযোগ পাবেন। কিন্তু কেবল এই চারটি প্রতিষ্ঠানেই কেন জার্সি বিক্রি হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে দেশের ক্রীড়াপণ্য বিক্রয়কারী ও আমদানিকারক প্রতিষ্ঠানটি।

তাদের দাবি চারটি প্রতিষ্ঠানের কাছে জার্সি বিক্রির স্বত্ব না রেখে তা সবার জন্য উন্মুক্ত করা হোক। এছাড়া জার্সির ‘চড়া মূল্য’ নিয়েও তাদের আপত্তি। ৩০০ টাকায় তৈরি জার্সি ১১৫০ টাকায় কিনতে হবে কেন? এসব প্রশ্ন রেখে বুধবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এই সমস্যার প্রতিকার চেয়েছেন।

তারা সব জায়গায় সবার মাধ্যমে জার্সি বিক্রি করার সুযোগ চেয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছেও লিখিতভাবে আবেদন জানিয়েছে অ্যাসোসিয়েশনটি।

বাংলাদেশ স্পোর্টস গুডস মার্চেন্টস, ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেছেন, ‘আমাদের তিন হাজার দোকান ও কারখানা আছে। কেন আমরা সবাই মিলে বাংলাদেশ দলের জার্সি বিক্রি করতে পারবো না! একটি সিন্ডিকেট এটা নিয়ন্ত্রণ করছে। আমরা এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার আবেদন করছি, যেন সারা দেশে তৃণমূল পর্যায়ে সবাই সুলভ মূল্যে জার্সি কিনতে পারে। কেন না এই জার্সির সঙ্গে দেশের আবেগ জড়িয়ে আছে। এছাড়া তারা তো দেশে সবার জন্য জার্সি বানাতে পারবে না, দিতেও পারবে না। আমাদের পক্ষে মান বজায় রেখে ৪০০ টাকায় জার্সি দেওয়া সম্ভব। তাহলে আমরা বানিয়ে বিক্রি করলে সমস্যা কোথায়?’

সংবাদ সম্মেলনে দুই ধরনের জার্সিই তুলে ধরে এই কর্মকর্তা আরও বলেছেন, ‘আমরা বিশ্বকাপ ফুটবলে জার্সি বিক্রি করে থাকি। তাহলে ক্রিকেট বিশ্বকাপের জার্সি কেন বিক্রি করতে পারবো না। ক্রিকেট বোর্ড সহ সবার এই বিষয়ে এগিয়ে আসা উচিত। অন্তত সাধারণ মানুষের কথা ভেবে নতুন করে সিদ্ধান্ত নেওয়া উচিত তাদের।’

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম পাটোয়ারী ও সহ-সভাপতি আব্দুল হক সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী