X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জয়ের ধারায় আবাহনী, শীর্ষেই বসুন্ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৯, ২২:৫০আপডেট : ২৩ মে ২০১৯, ২২:৫৪

 আগের ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে হেরেছিলো আবাহনী লিমিটেড।  বৃহস্পতিবার অবশ্য জয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রিমিয়ার লিগের ফিরতি পর্বের ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে মারিও লেমসের দল। দিনের অন্য ম্যাচে জিতেছে বসু্ন্ধরা কিংসও। ৩-১ গোলে হারিয়েছে নোফেল স্পোর্টিংকে।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক স্টেডিয়ামে শুরুতে অবশ্য আবাহনী পিছিয়ে পড়েই খেলা শুরু করেছিলো। আইভরি কোস্টের বালো ফামুসা গোল করে এগিয়ে নেয় মুক্তিযোদ্ধাকে।

তবে ২৭ মিনিটে আবাহনী ম্যাচের সমতা নিয়ে আসে। মামুনুলের ফ্রি-কিক থেকে হাইতির কেরভেন্স বেলফোর্ট হেড করে লক্ষ্যভেদ করেন। তিন মিনিট পর মুক্তিযোদ্ধাকে আরও পেছনে ঠেলে দেয় আবাহনী। নাবীব নেওয়াজ জীবন প্লেসিং করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন।

বিরতির পর আক্রমণ অব্যাহত রেখে আবাহনী আরও দুগোল আদায় করে নেয়। ৬৪ মিনিটে মিডফিল্ডার মামুনুল ইসলাম বক্সের বাইরে থেকে জোরালো শটে স্কোর ৩-১ করেন। এর ১০ মিনিট পর সানডে গোল করে মুক্তিযোদ্ধার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। আবাহনী ১৫ ম্যাচে ১২তম জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। অন্য দিকে মুক্তিযোদ্ধা সমান ম্যাচে সপ্তম হারে আগের ১৬ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে।

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে বসুন্ধরা কিংস তাদের জয়যাত্রা অব্যাহত রেখেছে। আরেক নবাগত নোফেল স্পোর্টিংকে তারা ৩-১ গোলে হারের তিক্ত স্বাদ দিয়েছে।

ম্যাচের প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিলো। দানিয়েল কোলিনদ্রেস ৪১ মিনিটে দলকে এগিয়ে নেন। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে বখতিয়ার দেশোবিকোভ ব্যবধান বাড়িয়ে নেন। বিরতির পর নোফেল ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলো। ৫৩ মিনিটে গিনির ইসমাইল বাঙ্গুরা গোলও পান। তবে ৭৪ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস ভিনিসিয়াস তৃতীয় গোল করে তাদের সেই আশা পূরণ করতে দেননি।

শেষপর্যন্ত এই স্কোরলাইন রেখে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। ১৫ ম্যাচে ১৪তম জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নবাগতরা। নোফেল এক ম্যাচ কম খেলে নবম হারে আগের ৯ পয়েন্ট নিয়ে আছে ১১তম স্থানে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’