X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘আজ আমরা ১ পয়েন্ট হারিয়েছি’

রবিউল ইসলাম, ব্রিস্টল থেকে
১১ জুন ২০১৯, ২২:১৫আপডেট : ১২ জুন ২০১৯, ০০:২৮

সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ স্টিভ রোডস প্রথম তিন ম্যাচে সংগ্রহে মাত্র ২ পয়েন্ট। তাই শ্রীলঙ্কা ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। জিতলে উজ্জ্বল হতো সেমিফাইনালের আশা। কিন্তু বৃষ্টি টসই হতে দেয়নি। ম্যাচটা পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে টাইগারদের। স্টিভ রোডস অবশ্য মোটেও সন্তুষ্ট নন। ২ পয়েন্ট না পেয়ে হতাশ বাংলাদেশের কোচ।

স্থানীয় সময় ১টা ৫৭ মিনিটে ম্যাচটা পরিত্যক্ত ঘোষণার পর সংবাদ সম্মেলনে রোডস বলেছেন, ‘এই ম্যাচ থেকে ২ পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্য ছিল আমাদের। কিন্তু আমরা ১ পয়েন্ট পেলাম, যা ভীষণ হতাশাজনক। যদিও জানি শ্রীলঙ্কা কঠিন প্রতিপক্ষ, তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে আমরা আসলে আজ ১ পয়েন্ট হারিয়েছি।’

তিনি নিজে ইংরেজ, ইংল্যান্ডের আবহাওয়া তার ভালোমতোই জানা। ইংল্যান্ডের বিরূপ আবহাওয়ার কারণে বিশ্বকাপে রিজার্ভ ডে রাখার পক্ষে রোডস, ‘অবশ্যই রিজার্ভ ডে রাখা উচিত ছিল। ইংল্যান্ডে এই সময়ে প্রচুর বৃষ্টি হয়। আইসিসি চাইলেই রিজার্ভ ডে রাখতে পারতো। কারণ দুই ম্যাচের মাঝে বেশ কয়েক দিনের বিরতি আছে। রিজার্ভ ডে থাকলে দর্শকরা আজকের টিকিটেই খেলা দেখতে পারতো।’

তবে বাস্তবতা মেনে নিয়ে বাংলাদেশ কোচের উপলব্ধি, ‘আবহাওয়ার ওপরে তো কারও হাত নেই। আমাদেরও পেছনে তাকানোর উপায় নেই। আমাদের সামনের ম্যাচগুলোর দিকে তাকাতে হবে, পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে।’

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের তিনবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। ফাইনালে কঠিন লক্ষ্য তাড়া করে ক্যারিবীয়দের বিপক্ষে জয় পেয়েছে টাইগাররা। রোডসের বিশ্বাস, বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারবে মাশরাফির দল, ‘এই টুর্নামেন্টে ক্যারিবীয় পেসাররা শর্ট বল করে প্রতিপক্ষকে অস্বস্তিতে ফেলছে। তবে আমরা এ নিয়ে চিন্তিত নই। আয়ারল্যান্ডে ওদের বোলারদের বিপক্ষে আমরা ভালো খেলেছি। ১৭ জুন কার্যকর পরিকল্পনা নিয়েই ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবো আমরা। ওদের আন্দ্রে রাসেল ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দারুণ ফর্মে আছে। তবে আমার বিশ্বাস. সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমরা আবারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাফল্য পাবো।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!