X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মুশফিক-মোস্তাফিজ যখন কোচ!

রবিউল ইসলাম, টন্টন থেকে
১৪ জুন ২০১৯, ২২:০০আপডেট : ১৪ জুন ২০১৯, ২২:৩৯


হয়তো কাটারটাই শেখাচ্ছেন মোস্তাফিজ! টন্টনে সমারসেট কমিউনিটি কোচিং ক্লিনিকে কোচের ভূমিকাতে দেখা গেলো বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারকে। মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান সামারসেটের এই কোচিং ক্লিনিকে নিজেদেরকোচিং দক্ষতার পরিচয় দিলেন আজ। ছাত্রদের ব্যাটিং দীক্ষা দিয়েছেন দুজনেই। পাশাপাশি মোস্তাফিজ বোলিংয়ের কৌশলও দেখান ক্ষুদে ভক্তদের। শুক্রবার অনুশীলন শুরুর আগে এভাবেই বাংলাদেশের ৫ ক্রিকেটার শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন।

স্থানীয় সময় দুপুর একটায় সমারসেট কমিউনিটি কোচিং ক্লিনিকের ছাত্রদের সঙ্গে ইনডোর জিমনেসিয়ামে সময় কাটান বাংলাদেশ দলের পাঁচ ক্রিকেটার-মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। প্রায় আধাঘণ্টা এই শিশুদের সঙ্গে খুনসুটিতে কেটেছে ক্রিকেটারদের।

শিশুদেরকে ব্যাটিংয়ের নানা কৌশল দেখাচ্ছেন মুশফিক। সমারসেট কমিউনিটি কোচিং ক্লিনিকের ওই ১০ থেকে ১২ বছরের স্কুলের ছেলে ও মেয়েরা বাংলাদেশের পাঁচ তারকা ক্রিকেটারকে কাছে পেয়ে ছিলেন খুব আনন্দিত। প্রায় আধঘণ্টার মতো এই শিশুরা বাংলাদেশের ক্রিকেটারদের সান্নিধ্যে কাটিয়েছেন। শিশুদের ৬ জনের একেকটি দলকে তিনটি গ্রুপে ভাগ করা দেওয়া হয়। যার একটিতে ছিলেন মুশফিক-মোস্তাফিজ, অন্যটিতে সৌম্য-সাইফউদ্দিন। বাকি একটি গ্রুপ একাই সামলেছেন মোহাম্মদ মিঠুন।

শুরুতে শিশুদের নিয়ে হ্যান্ডবল খেলে সময় কাটান ৫ ক্রিকেটার। এরপর ফিল্ডিং ও ক্যাচ অনুশীলন করান। সবশেষ ব্যাটিং অনুশীলন করিয়েছেন সামারসেটের ছাত্রদের। বোলিং এন্ড থেকে বোলিং না করে ব্যাটসম্যানের সামনে বোলিং ফেলেই চলেছে ব্যাটিং অনুশীলন। কোন কোন ব্যাটসম্যান ভুল করলে মোস্তাফিজ-মুশফিক শুধরেও দিয়েছেন কোচদের মতো। ছেলেরা মনোযোগ দিয়ে দুই ক্রিকেটারের কথাও শুনেছেন।

৫ ক্রিকেটার এদিন ভিন্নভাবে শেখানোর চেষ্টা করেছেন। মুশফিক-মোস্তাফিজ যখন ব্যাটিং অনুশীলন করাচ্ছিলেন, তখন সৌম্য-সাইফউদ্দিন ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে মিঠুন আরেক নেটে বোলিং কোচের দায়িত্বের পাশাপাশি নিজেও বোলিং করেছেন।

সামারসেটের ভবিষ্যৎ ক্রিকেটারদের সঙ্গে মুশফিক-সৌম্যরা দারুণ কিছু সময় কাটানোর সুযোগ পেলেন। হয়তো মুশফিক-সৌম্যর অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যৎ ক্রিকেটার হওয়ার পথটা এখান থেকেই শুরু হবে এই শিশুদের!

 

 



/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা