X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সাকিবের সেঞ্চুরিতে জয়ের পথে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০১৯, ২২:৫৬আপডেট : ১৭ জুন ২০১৯, ২৩:১৪

সাকিবের সেঞ্চুরি উদযাপন (ছবি: নাসিরুল ইসলাম) ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ৩২২ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। সোমবার টন্টনে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ৪১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩১৬ রান তাদের। ৫৪ বলে ৬ রান দরকার বাংলাদেশের।

মুশফিক বিদায় নেওয়ার পর সাকিব আল হাসানকে উপযুক্ত সঙ্গ দিয়ে যাচ্ছেন লিটন দাস। ৪৫তম হাফসেঞ্চুরিকে শতকে পরিণত করেছেন সাকিব। এনিয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি করলেন বাঁহাতি ব্যাটসম্যান।

দুজনের ১৭২ রানের অবিচ্ছিন্ন জুটিতে স্বস্তিতে বাংলাদেশ। সাকিব ৮৩ বলে ১৩ চারে একশ করেন। হাফসেঞ্চুরি করেছেন লিটনও, ৪৩ বলে পঞ্চাশ ছোঁন তিনি।

সাকিবের আরেকটি হাফসেঞ্চুরি

টানা চতুর্থ ম্যাচে পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেললেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০ বলে ৭টি চারে ৪৫তম ফিফটি করেন তিনি। প্রথম দুই ম্যাচে ৭৫ ও ৬৪ রান করার পর ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান।

টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চতুর্থ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় মাঠে নামা হয়নি শীর্ষ অলরাউন্ডারের। তবে ৯ দিন পর মাঠে নেমে সেই পুরোনো সাকিবকে দেখা গেলো টন্টনেও। তামিম ইকবালের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন তিনি।

২৩তম ওভারে আউট হতে পারতেন সাকিব। তার শটে বল ফাইন লেগে উড়ে যায়। উইকেটরক্ষক শাই হোপ পেছনে দৌড়ে যান ক্যাচ নিতে, ততক্ষণে শ্যানন গ্যাব্রিয়েলও এগিয়ে যান। দুজনই ভেবেছিলেন অন্য কেউ ক্যাচটা নিবে, তাই থেমে যান তারা। তাতে ৫৫ রানে জীবন পান সাকিব।

তামিমের পর মুশফিকের বিদায়

তামিম ইকবাল ফিরে যাওয়ার পর বাংলাদেশের আরও একটি উইকেটের পতন হয়েছে। পরের ওভারে ওশানে থমাসের লেগ সাইডে করা বলটি মুশফিকুর রহিমের ব্যাট ছুঁয়ে শাই হোপের গ্লাভসে ধরা পড়ে। ৫ বল খেলে মাত্র ১ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

হাফসেঞ্চুরি হলো না তামিমের

হাফসেঞ্চুরির দেখা পেতে গিয়েও ব্যর্থ হলেন তামিম ইকবাল। মাত্র ২ রানের জন্য ফিফটি হলো না তার। শেলডন কট্রেলের থ্রো থেকে রান আউট হয়েছেন বাংলাদেশি ওপেনার। ৫৩ বলে ৬টি চারে ৪৮ রানে বিদায় নিলেন তিনি।

কট্রেলের বলটি সোজা মেরেই দৌড় দিতে চেয়েছিলেন তামিম। কিন্তু ক্যারিবিয়ান পেসার বল হাতে নিতেই ফিরে যান তিনি। বাঁহাতি ব্যাটসম্যান পৌঁছানোর আগেই স্টাম্প ভেঙে যায়। তার সঙ্গে ৬৯ রানের জুটি গড়ার পথে ৬ হাজার ওয়ানডে রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব।

রাসেলের বলে সৌম্য আউট

ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে চার মেরে রানের খাতা খোলেন তামিম ইকবাল। পরের ওভারে সৌম্য সরকারও বাউন্ডারি মারেন। বেশ সতর্ক হয়ে খেলছিলেন বাংলাদেশের দুই ওপেনার। কিন্তু ৫২ রানে ভেঙে গেছে উদ্বোধনী জুটি।

আন্দ্রে রাসেল তার দ্বিতীয় ওভারে সৌম্যকে ফেরান। এই ওপেনার ২৩ বলে দুটি করে চার ও ছয় মেরে ২৯ রানে স্লিপে ধরা পড়েন ক্রিস গেইলের হাতে।

বাংলাদেশের লক্ষ্য ৩২২ রান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। কিন্তু শাই হোপের ইনিংস সেরা পারফরম্যান্সের সঙ্গে এভিন লুইস ও শিমরন হেটমায়ারের হাফসেঞ্চুরিতে তিনশ ছাড়িয়েছে উইন্ডিজ। বিশ্বকাপ দুই দলের পঞ্চম ম্যাচে বাংলাদেশকে ৩২২ রানের লক্ষ্য দিয়েছে ক্যারিবিয়ানরা। ৮ উইকেটে ৩২১ রান করেছে তারা।

লুইসের ৭০ রানের পর হেটমায়ার ঝড়ো হাফসেঞ্চুরি করেন। ২৬ বলে ৫০ রানের ইনিংস খেলে আউট হন তিনি। হোপ ইনিংস সেরা ৯৬ রানে মাঠ ছাড়েন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট পান মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ