X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

লিটনের আউট নিয়ে টুইটারে ক্ষোভ

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০১৯, ১৯:৪৩আপডেট : ২৪ জুন ২০১৯, ২০:৩১

এই আউট নিয়েই যত বিতর্ক আফগানিস্তানের স্পিনারদের সামলাতে পাঁচ নম্বর থেকে ওপেনিংয়ে ‍পাঠানো হলো লিটন দাসকে। দারুণ শুরু করে পছন্দের জায়গায় স্বচ্ছন্দেই খেলছিলেন এই ওপেনার। কিন্তু বিতর্কিত সিদ্ধান্তের বলি হয়ে ফিরতে হলো তাকে প্যাভিলিয়নে। তার এই আউট নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।

সাউদাম্পটনে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ এই ম্যাচের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে বিতর্কিত আউটের শিকার হন লিটন। মুজিব উর রহমানের বলে কভারে নিচু ক্যাচ নেন হাশমতউল্লাহ শহীদি। কিন্তু বল তার তালুবন্দি হওয়ার আগেই ঘাস ছুঁয়ে গেছে কিনা, খালি চোখে ফিল্ড আম্পায়াররা নিশ্চিত ছিলেন না। তাই চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য থার্ড আম্পায়ার আলিম দারের সাহায্য চান। একই সঙ্গে মাঠ থেকে আউটের ‘সফট সিগন্যাল’ দিয়ে রাখেন তারা।

আলিম দার ‘জুম’ করে বারবার দেখেও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছিলেন না। কারণ বল ঘাস ছুঁয়ে হাশমতউল্লাহ তালুতে জড়িয়েছে বলেই মনে হচ্ছিল। যদিও শেষ পর্যন্ত আউটের সিদ্ধান্তই জানানো হয় থার্ড আম্পায়ার থেকে। মূলত ফিল্ড আম্পায়ারের ‘সফট সিগন্যাল’ই এই আউটে বড় ভূমিকা রেখেছে। অথচ কোনও আউট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে তা ব্যাটসম্যানের পক্ষেই যায়। এরপরও লিটন দাসকে আউট দেওয়ায় ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

লিটনের আউট নিয়ে টুইটারে ক্ষোভ এই ‘সফট সিগন্যাল’কে কাঠগড়ায় তুলেছেন গিনিভাইভ এলিয়ট নামের একজন, “এই হাস্যকর ‘সফট সিগন্যাল’ নিয়ে তাদের কিছু করতে হবে। থার্ড আম্পায়ার নিজেই মীমাংসা করতে পারছিলেন না। তিনিই যদি আউটের সিদ্ধান্ত দিতে দ্বিধায় ভোগেন, তাহলে ফিল্ড আম্পায়াররা কিভাবে সেটা (আউট) দেখেন? তিনি (হাশমতউল্লাহ) ক্যাচ নিয়েছেন, তবে ঘাসে লাগার পর।”

লিটনের আউট নিয়ে টুইটারে ক্ষোভ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সমালোচনা করে সাজ্জাত শান্ত নামের একজনের টুইট, ‘প্রিয় আইসিসি, মাঠের আম্পায়ারদের না রেখে খেললে কেমন হয়? এটা কি ন্যক্কারজনক সিদ্ধান্ত নয়? লিটন দাস আউট হননি।’

লিটনের আউট নিয়ে টুইটারে ক্ষোভ আলমগীর হোসেন নামের একজন কাঠগড়ায় তুলেছেন থার্ড আম্পায়ার আলিম দারকে। লিটনের আউটের জন্য পাকিস্তানি এই আম্পায়ারের ঘাড়েই দোষ চাপাচ্ছেন, ‘লিটন দাস আউট হননি। আলিম দারের বাজে সিদ্ধান্ত।’

লিটনের আউট নিয়ে টুইটারে ক্ষোভ আমির কাশরো নামের একজন তো রীতিমত ধুয়ে দিয়েছেন আলিম দারকে, ‘তাহলে এটা আউট ছিল? জানি না আলিম দারের কী হয়েছে, কেন তিনি আফগানিস্তানকে সুবিধা দিলেন? ম্যাচে আফগানদের প্রতি তার পক্ষপাত বোঝা গেছে। লজ্জা করে না আপনার আলিম দার।’

লিটনের আউট নিয়ে টুইটারে ক্ষোভ ট্রেভিস টিপস নামের একজনও বলছেন লিটন আউট ছিলেন না, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি না এটা আউট। হাতে যাওয়ার আগে পরিষ্কারভাবেই বল মাটি ছুঁয়ে গেছে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ