X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে ’৯২ বিশ্বকাপ মনে করিয়ে দিলেন আকরাম

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০১৯, ২০:৪১আপডেট : ২৫ জুন ২০১৯, ২০:৪১

পাকিস্তানকে ’৯২ বিশ্বকাপ মনে করিয়ে দিলেন আকরাম সেমিফাইনালের আশা টিকে আছে পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে শেষ চারে খেলার সম্ভাবনা বেঁচে থাকলেও সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। বুধবার এজবাস্টনে তাদের লড়তে হবে এবারের বিশ্বকাপে অজেয় থাকা নিউজিল্যান্ডের। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে পাকিস্তানকে ১৯৯২ বিশ্বকাপের কথা মনে করিয়ে দিলেন ওয়াসিম আকরাম।

পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ ট্রফি এসেছে ১৯৯২ সালের আসর থেকে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের আসরে দারুণ পারফরম্যান্স ছিল কিউইদের। মার্টিন ক্রো’র নেতৃত্বে অজেয় থেকে মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। যদিও লিগ পর্বের পর সেমিফাইনালেও ইমরান খানের দলের কাছে হারতে হয়েছিল কিউইদের। এবারের আসরেও নিউজিল্যান্ড কোনও ম্যাচ না হেরে মুখোমুখি হচ্ছে পাকিস্তানের।

ওই আসরের সর্বোচ্চ উইকেট শিকারি পেসার আকরাম ’৯২ বিশ্বকাপের পুনরাবৃত্তি চাইছেন এজবাস্টনের ম্যাচে। সরফরাজ আহমেদদের নিয়ে তিনি আশাবাদী, ‘১৯৯২ সালের বিশ্বকাপেও তারা (নিউজিল্যান্ড) অপরাজিত থেকে আমাদের মুখোমুখি হয়েছিল। ম্যাচটি আমরা জিতেছিলাম। এবারও তারা অজেয় এবং আশা করছি আমরা ওই ঘটনার পুনরাবৃত্তি করতে পারব, ছেলেদের সেজন্য নিজেদের সেরাটা দিতে হবে।’

কিউইদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশে কোনও পরিবর্তন চান না আকরাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা একাদশেই তার আস্থা, ‘উইনিং কম্বিনেশন বদলানোর কোনও প্রয়োজন নেই।’

যদিও পাকিস্তানের ফিল্ডিংয়ে, বিশেষ করে ক্যাচিংয়ে উন্নতির তাগিদ দিয়েছেন সাবেক অধিনায়ক। বিশ্বকাপে ৬ ম্যাচে ১৪ ক্যাচ মিস করেছে পাকিস্তান। তাই আকরামের পরামর্শ, ‘এই টুর্নামেন্টে আমরা ১৪টি ক্যাচ মিস করেছি। বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ মিস করার তালিকায় আমরা সবার ওপরে, যা মোটেও ভালো লক্ষণ নয়।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!