X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রোমাঞ্চের জন্ম দিয়েও জয় বঞ্চিত বিজেএমসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৯, ২০:০২আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২০:০৯

নোফেলের উল্লাস। টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেলেন গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা। তাতে আবারও বড় ব্যবধানে জয়ের দেখা পেলো নবাগত নোফেল স্পোর্টিং। অবশ্য বৃহস্পতিবার তাদের বিপক্ষে রোমাঞ্চের জন্ম দিয়েছিল বিজেএমসি। শেষ পর্যন্ত নোফেল ম্যাচ জিতেছে ৪-৩ গোলের ব্যবধানে।

প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্বে আগের ম্যাচে রহমতগঞ্জকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে বেশ উজ্জীবিত ছিল নোফেল। তাই দুই অর্ধে ভালোই দাপট দেখিয়েছে নবাগতরা।

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে প্রথমার্ধেই নবাগত দলটি ৩-০ গোলে যায় এগিয়ে। রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচের পর আজও হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ইসমাইল বাঙ্গুরা। ১৮ মিনিটে সতীর্থের পাস থেকে ডান পায়ের জোরালো শটে শুরুতে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। ২৪ মিনিটে কর্নার থেকে হেডে করেন দ্বিতীয় গোল। ৩৬ মিনিটে আবারও কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূরণ করেন বাঙ্গুরা।

একপেশে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ম্যাচটি জমিয়ে তুলেছিল বিজেএমসি। এই অর্ধের শুরুতে ঘুরে দাড়ানোর ইঙ্গিত দেয় তারা। উজবেকিস্তানের মিডফিল্ডার ওতাবেক ভ্যালিয়ানোভ ৫৪ মিনিটে একটি গোল শোধ দেন। অবশ্য নোফেলও ম্যাচের নিয়ন্ত্রণ ছাড়া করতে রাজি ছিল না। তিন মিনিট পর আশরাফুল ইসলাম গোল করে নোফেলের ব্যবধান বাড়িয়ে নেন আরও।

ম্যাচে ফিরতে মরিয়া ছিল বিজেএমসিও। দলটির হয়ে ৭৩ মিনিটে ওতাবেক দ্বিতীয় গোল করে ব্যবধান ৪-২ করে ম্যাচটি রোমাঞ্চকর করে তোলার চেষ্টায় ছিলেন। ইনজুরি সময়ে নাইজেরিয়ার এলিটা কিংসলে পেনাল্টি থেকে গোল পেলে তার সম্ভাবনা জোরালো হয়ে উঠে আরও। অবশ্য শেষ পর্যন্ত ৪-৩ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বিজেএমসিকে।

লিগে ১৭ ম্যাচে চতুর্থ জয়ে নোফেল স্পোর্টিং ১৬ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে। এক ম্যাচ বেশি খেলে ১২ তম হারে আগের আট পয়েন্ট নিয়ে তলানিতে বিজেএমসি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা