X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ইনডোর এশিয়া কাপ হকির দল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৯, ২০:২৮আপডেট : ১০ জুলাই ২০১৯, ২০:২৮

প্রথমবার ইনডোর এশিয়া কাপ হকিতে যাচ্ছে বাংলাদেশ এই প্রথম ইনডোর এশিয়া কাপ হকিতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আজ (বুধবার) থাইল্যান্ডের এই প্রতিযোগিতার জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ১২ সদস্যের দলে অধিনায়ক করা হয়েছে ডিফেন্ডার ফরহাদ আহমেদ শিতুলকে।

বিমান বাহিনীর ফ্যালকন হলের সংবাদ সম্মেলনে দল নিয়ে প্রত্যাশার কথা শুনিয়েছেন অধিনায়ক শিতুল। তিনি বলেছেন, ‘এই প্রথম ইনডোর হকিতে খেলতে যাচ্ছি আমরা। আমাদের লক্ষ্য ইতিবাচক ফল। এই কয়েকদিন অনুশীলনে কঠোর পরিশ্রম করেছি। এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন হবে।’

আগামী ১৫ থেকে ২১ জুলাই চলবে ইনডোর এশিয়া কাপ হকি। সিক্স-এ-সাইডের  এই আসরে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও আছে শক্তিশালী ইরান, মালয়েশিয়া ও ফিলিপাইন। ‘বি’ গ্রুপে কাজাখস্তান, উজবেকিস্তান, চাইনিজ তাইপে, সিঙ্গাপুর, নেপাল ও মিয়ানমার। গ্রুপ চ্যাম্পিয়ন আর রানার্স-আপ উঠবে সেমিফাইনালে।

জাতীয় দলের অভিজ্ঞ ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি বলেছেন, ‘ফেডারেশন প্রথমবারের মতো ইনডোর হকিতে খেলার সুযোগ করে দিয়েছে। আমরা চেষ্টা করব দেশের জন্য ভালো কিছু করতে। এজন্য আমরা অনেক পরিশ্রম করেছি। তবে গ্রুপে সাতবারের চ্যাম্পিয়ন ইরান সহ অন্য দলগুলোর বিপক্ষে ইতিবাচক ফল করা আমাদের জন্য একটু কঠিন হবে।’

ইনডোর হকির জন্য কোচ আনা হয়েছে ইরান থেকে। হামিদ রেজা বোখারাইয়ের অধীনে  ইনডোর হকির কৌশল রপ্ত করেছেন খেলোয়াড়রা। ইরানি কোচ কিছুদিন আগে নিজ দেশে ফিরে গেছেন, সেখান থেকে যাবেন থাইল্যান্ড।

দল ঘোষণা ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ও সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হকি দল: অসীম গোপ, আবু সাঈদ নিপ্পন, ইমরান হাসান পিন্টু, রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিতুল, ফজলে হোসেন রাব্বী, সারোয়ার হোসেন, মইনুল ইসলাম কৌশিক, মিলন হোসেন ও রোমান সরকার।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন